মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘বাবার আগেই বিজেপি ছাড়া উচিত ছিল!’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:১৯ পিএম, ৩১ মার্চ ২০১৯ রোববার

শুক্রবার একটি অনুষ্ঠানে সোনাক্ষী সিনহাকে জিজ্ঞাসা করা হয় তার বাবার বিজেপি ছাড়া নিয়ে তার কী মত। এর উত্তরে সোজা সাপটা জবাব দেন সোনাক্ষী। বলেন, ভারতীয় জনতা পার্টি থেকে পদত্যাগ ও কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্তে তিনি বাবার পাশেই আছেন। জানান, এই সিদ্ধান্ত আরও আগেই নেওয়া উচিৎ ছিল তার।

 

এই সময় পত্রিকার খবরে বলা হয়, উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে সোনাক্ষী বলেন, ‘কংগ্রেসে যোগ দেওয়া বাবার সিদ্ধান্ত। জেপি নারায়ণ, অটল বিহারী বাজপেয়ী এবং আডবানীর সময় থেকেই বাবা বিজেপির সদস্য! দলের সদস্য হিসেবে আমার বাবার দলের মধ্যে একটা জায়গা আছে, সম্মান আছে । কিন্তু আমার মনে হয় বর্তমানে দলের কেউই যথাযথ সম্মান বাবাকে দিতে পারেনি। আমি মনে করি, বাবা একটু বেশিই দেরি করেছেন সিদ্ধান্ত নিতে। অনেক আগেই বাবার এটা করা উচিত ছিল।’

ANI-কে সোনাক্ষী জানিয়েছেন, ‘আমি মনে করি, নিজের চারপাশের ঘটনাক্রম নিয়ে আপনি যদি খুশি না হন তবে সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়ার মধ্যে কোনও লজ্জা থাকার কথাই নয়!’