শনিবার   ০৫ এপ্রিল ২০২৫   চৈত্র ২১ ১৪৩১   ০৬ শাওয়াল ১৪৪৬

আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান হেলো সরকার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৮ এএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার

চতুর্থধাপের উপজেলা নির্বাচনে আড়াইহাজার উপজেলায় বেসরকারি ফলাফলে ৮০ হাজার ৫৮ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান হিসেবে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মুজাহিদুর রহমান হেলো সরকার। ১১৩ টি ভোটকেন্দ্রের চূড়ান্ত ফলাফলেই বিজয়ী হন হেলো সরকার। 

 

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইকবাল হোসেন মোল্লা আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৮৮৯ ভোট। কাপ পিরিচ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো.আজাদ খান ১ হাজার ২০২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।  

কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম ও ঝর্ণা রহমান।

আড়াইহাজার উপজেলায় মোট ভোটারের সংখ্যা  ২ লাখ ৮৩ হাজার ৮৬৭ জন। মোট প্রদত্ত ভোট সংখ্যা ৮৯ হাজার ৭২৩টি।  

রোববার (৩১ মার্চ) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়।