মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রৌদ্র খরতাপে কৃষি কাজ করছেন চঞ্চল চৌধুরী!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১৮ পিএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার

জনপ্রিয় নাট্যাভিনেতা চঞ্চল চৌধুরী এবার কৃষি কাজে মনোনিবেশ করেছেন। গ্রামের রৌদ্র খরতাপে তাকে মাঠে কাজ করতেও দেখা গেছে। তাহলে কি এই অভিনেতা অভিনয়ের পাশাপাশি কৃষিকেও পেশা হিসেবে নিচ্ছেন? এমনি প্রশ্ন আসতে পারে যে কারো মনে। 

পাঠক গ্রামের রৌদ্র খরতাপে চঞ্চল চৌধুরী ঠিকই কাজ করেছেন। তবে বাস্তবে নিয়মিত কৃষি কাজে দেখা যাবে না চঞ্চল চৌধুরীকে। একজন অভিনেতা-অভিনেত্রীকে চরিত্রে কারণের বিভিন্ন রূপদান করতে হয়। তেমনি একটি নাটকে এবার কৃষকরে চরিত্রে দেখা মিলবে এই অভিনেতাকে। নাটকটির নাম ‘কাকতাড়ুয়াটা কথা বলে’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জনপ্রিয় নাট্য নির্মাতা সাগর জাহান।

 

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে চঞ্চল বলেন, নাটকের গল্পটি বেশ চমৎকার। গ্রামীণ পরিবেশে কৃষকের কাজ করাটা বেশ উপভোগ্য। পাশাপাশি কিছু ভৌতিক বিষয়ও আছে। সব মিলিয়ে উপভোগ্য একটি নাটক। আশা করি, সবার ভালো লাগবে।

আজ বেসরকারি টেলিভিশন বাংলাভিশনের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এই নাটকটি  রাত ৯টা ৫ মিনিটে  প্রচার হবে।

এদিকে, ক্রাইসিস নামের একটি ছবিতে প্রথমবারের মতো অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ভারতের কোয়েল মল্লিক। এই ছবিতে কোয়েলের সঙ্গে অভিনয়ের জন্য চঞ্চল চৌধুরীকে প্রস্তাব দেয়া হয়েছে।তবে এখনো ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হননি এ অভিনেতা। 

অন্যদিকে, চঞ্চল চৌধুরী ও বিদ্যা সিনহা মিম সম্প্রতি জুটি বেঁধে প্রথমবারের মতো অভিনয় করছেন ওয়েব সিরিজে। ছয় পর্বের এ ওয়েব সিরিজটি পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল। সিরিজটি প্রযোজনা করছে আলফা আই মিডিয়া প্রডাকশনস লিমিটেড। পুরান ঢাকার ততোধিক পুরনো এক বাড়িতে অদ্ভুত এক ভাড়াটিয়ার আগমন হয়। এরপর ঘটে নানা ঘটনা  নিয়ে নির্মাণ হয়েছে অনলাইন সিরিজটি।সিরিজটির পোস্ট প্রডাকশন হবে কলকাতায়। শিগগিরই এটি বায়স্কোপে মুক্তি পাবে বলে জানা গেছে।