রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

এইচএসসি’র প্রথম দিন অনুপস্থিত ১৪ হাজার, বহিষ্কার ২৭

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২১ এএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

সারাদেশে প্রশ্ন ফাঁস মুক্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন সারাদেশের ১০টি বোর্ডে মোট ১৪ হাজার ৯৮৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ও অসাধু পন্থা অবলম্বন করায় ২৭ পরীক্ষার্থী বহিষ্কার করা হয়েছে। 

সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে এ সব তথ্য জানা গেছে। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা (আবশ্যিক), সহজ বাংলা ১ম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি ১ম পত্র, মাদরাসা বোর্ডের অধীনে কুরআন মাজিদ ও কারিগরি বোর্ডের অধীনে বাংলা ১ম পত্র (আবশ্যিক) পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

 

সারাদেশে ১০টি শিক্ষা বোর্ডের অধিনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও এদিন ১৪ হাজার ৯৮৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। 

এর মধ্যে ঢাকা বোর্ডে মোট ৩ হাজার ৪০ শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। অসাধু পন্থা অবলম্বন করায় এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রাজশাহী বোর্ডে অনুপস্থিতির সংখ্যা ১ হাজার ৪৪৬ জন। এ বোর্ডে বহিষ্কার হয়নি কেউ। কুমিল্লা বোর্ডে অনুপস্থিতি ৮৫১, বহিষ্কার এক পরীক্ষার্থী। যশোর বোর্ডে অনুপস্থিতির সংখ্যা ১ হাজার ১৫৬ জন, বহিষ্কার করা হয়েছে একজন শিক্ষার্থীকে।

এছাড়া চট্রগ্রাম বোর্ডে অনুপস্থিতি ৯৮৩ জন, বহিষ্কার একজন। সিলেট বোর্ডে ৭১৯ জন। বরিশাল বোর্ডে অনুপস্থিতি ৮০৩ জন, দিনাজপুর বোর্ডে অনুপস্থিতি সংখ্যা ১ হাজার ১৬২ জন। 

অন্যদিকে, মাদরাসা বোর্ডে শিক্ষার্থী অনুপস্থিতির সংখ্যা ২ হাজার ৬১৪ জন, বহিষ্কার সংখ্যা ১ জন। কারিগরি বোর্ডে অনুপস্থিতি ২ হাজার ২১৪ জন, শিক্ষার্থী  বহিষ্কার ২২ জন। সব মিলিয়ে উপস্থিতি সংখ্যা ১০ লাখ ৭৮ হাজার ৬০১ জন, অনুপস্থিতির সংখ্যা ১৪ হাজার ৮৯৯ ও বহিষ্কারের সংখ্যা ২৭ জন।

 

এবার দুই হাজার ৫৭৯টি কেন্দ্রে ৯ হাজার ৮১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী দ্বাদশ শ্রেণির এ চূড়ান্ত পরীক্ষা দিচ্ছে। ঢাকার বাইরে এবার বিদেশের আটটি কেন্দ্রে ২৭৫ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে, এর মধ্যে ১২৭ জন ছাত্র, ১৪৮ জন ছাত্রী।