বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

"মেরি এন্ডারসন" থেকে বিয়ার ও মদসহ আটক ৭০

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪৮ এএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার বুড়িগঙ্গায় ভাসমান রেস্তোরাঁ ‘মেরি এন্ডারসনে’ অভিযান চালিয়ে বিয়ার ও মদসহ ৭০ জনকে আটক করা হয়েছে। 

 

সোমবার (১ এপ্রিল) রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ফতুল্লা থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। অভিযানে ৮১ কার্টুন (প্রতিটিতে ২৪টি করে ১৯৪৪ ক্যান) বিয়ার এবং ৪ কার্টুনে ৪০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। 

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুভাস চন্দ্র সাহার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এবং অভিযানে জেলা গোয়েন্দা পুলিশের সাথে ফতুল্লা থানা পুলিশের সদস্যরাও অংশগ্রহণ করেন।

এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ নারায়ণগঞ্জে যোগদানের পরপরই মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের প্রতি জিহাদ ঘোষণা করেন। শুধু ঘোষণাই নয়, এটি কার্যকর করতেও তিনি সক্ষম হন। নগরীর বড় জুয়ার আসর তিনি গুড়িয়ে দেন। এছাড়া পুরো জেলাতে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, ভূমিদস্যুদের বিরুদ্ধে তাঁর নেতৃত্বে জেলা পুলিশের অভিযান চলমান রয়েছে।

পুলিশ সুপারের এসব কর্মকান্ডকে নারায়ণগঞ্জবাসী স্বাগত জানান। তাঁর এসব কর্মকান্ডে নারায়ণগঞ্জে একটি পরিবর্তন ও স্বস্তির জায়গা তৈরি হয়েছে বলে মনে করে নারায়ণগঞ্জবাসী।