শিক্ষকরা সতর্ক রয়েছেন, প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটবেনা : রাব্বী মিয়া
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৫১ এএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রাব্বি মিয়া বলেছেন, নারায়ণগঞ্জে কোনদিন প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি। আমাদের শিক্ষকরা খুব সতর্ক রয়েছেন। আশা করছি নারায়ণগঞ্জে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটবে না।
সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে এইচএসসি ও সমমানের প্রথমদিনের পরীক্ষায় পরিদর্শন করতে গিয়ে সংবাদকর্মীদের কাছে এমনটাই মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি বলেন, যেসকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের শিক্ষার্থীরা এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং সেখানে শিক্ষকরা পরীক্ষার কেন্দ্রের সকল ধরনের আইনকানুন মেনে পরীক্ষা শুরু করেছে। নারায়ণগঞ্জে নকলমুক্ত পরিবেশ ও আমাদের ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে যা যা দরকার সুন্দরভাবে তা ব্যবস্থা করা হয়েছে।
রাব্বি মিয়া বলেন, পরীক্ষা চলাকালিন ট্রাফিক ব্যবস্থাপনা থেকে শুরু করে যেসব অভিভাবকরা শিক্ষা প্রতিষ্ঠান আসেন তাদের বসার সু-ব্যবস্থা করা হয়েছে। বিশেষকরে পরীক্ষার হলে পানির ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য আনুষাঙ্গিক জিনিসগুলোর ব্যবস্থা করা হয়েছে। আশা করি সকলে মিলে নকলমুক্ত ২০১৯ সালের এইচএসসি পরীক্ষা শেষ করতে পারবো।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার নিবর্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক, সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ বেলা অধ্যাপক রানী সিংহ প্রমুখ।