সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

যা দেখে স্মার্টফোন কেনেন গ্রাহকরা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২৫ এএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

স্মার্টফোন কেনার সময় সবার আগে চিন্তায় আসে বাজেট। এরপর ইন্টারনেট খুঁজে বাজেট অনুযায়ী পছন্দের স্মার্টফোন নির্বাচন।

এই খোঁজাখুজির সময় গ্রাহকরা স্মার্টফোনের ক্যামেরায় বেশি গুরুত্ব দেন। এক প্রতিবেদনে এমনই তথ্য প্রকাশ করেছে সাইবার মিডিয়া রিসার্চ (সিএম‌আর) নামের একটি সংস্থা।

 

প্রতিবেদনে বলা হয়েছে, ফোন কেনার আগে ৮৯ শতাংশ স্মার্টফোন ক্রেতার প্রাথমিক পছন্দ হল ফোনের ক‍্যামেরা। এরপর ৮৭ শতাংশ ক্রেতা ব‍্যাটারি লাইফ, ৭৯ শতাংশ ক্রেতা র‍্যাম ও ৭২ শতাংশ ক্রেতা ইন্টারনাল মেমরিকে গুরুত্ব দেন।

একই সঙ্গে তারা প্রোডাক্ট কোয়ালিটি (৯২ শতাংশ), প্রোডাক্ট পারফরম্যান্স (৯০ শতাংশ), প্রোডাক্ট অ্যাস্থেটিক্স (৮২ শতাংশ) এর ওপর গুরুত্ব দেন।

এই সময়ে ব্যবহারকারীরা শুধু একটি ব্র‍্যান্ডের সঙ্গে থাকতে চান না। গত বছর ভারতে শাওমির স্মার্টফোন সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। এই তালিকায় স‍্যামসাং ২২.৪ শতাংশের দখল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।