ইউটিউবে ‘জান্নাত’!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:০০ পিএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
তুরস্কের জনপ্রিয় সিরিয়াল ‘জান্নাত’ বাংলায় ডাবিং করে প্রচার করা হচ্ছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায়। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় প্রচার হচ্ছে এটি। ইতোমধ্যে শত পর্ব পার করেছে সিরিয়ালটি।
এক এতিম মেয়ের জীবন সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হয়েছে তুর্কী সিরিয়াল ‘জান্নাত’। দারিদ্র্যের মধ্যে বড় হওয়া মেয়েটি আর্কিটেক্ট হয়ে তার স্বপ্নের ফার্মে যখন চাকরি পায় তখন সে ভাবতে শুরু করে তার জীবনের দুঃখ-দুর্দশা দূর হয়ে সাফল্য ধরা দিতে শুরু করেছে। কিন্তু সেই চাকরি পাওয়ার ঘটনা থেকেই তার জীবনে নতুন করে জটিলতার সৃষ্টি হয়।
তাকে ফেলে যাওয়া মা ফিরে আসে আবার। তবে মাতৃসুলভ ভালোবাসা নিয়ে ফিরে আসেনা মা, তীব্র বিদ্বেষ নিয়েই তার জীবনে আবির্ভূত হয়। অন্যদিকে তার জীবনে যে প্রেম আসে, সেখানেও তার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় তার মায়ের আরেক মেয়ে। এমন গল্প নিয়েই ‘জান্নাত’।
বাংলাদেশে ‘ভি থ্রী কমিউনিকেশন্স প্রাইভেট লিমিটেড পরিবেশনা করছে সিরিয়ালটি। ২০১৭ সালের তুর্কির এই ডেইলি সোপটি বেশ পরিচিতি পায়। এটি পরিচালনা করেছেন সাদুল্লাহ জেলেন। প্রচারিত হয়েছে তুরস্কের অন্যতম শীর্ষস্থানীয় চ্যানেল ‘এটিভি’-তে। কোরিয়ান ডেইলি সোপ ‘টিয়ার্স অব হ্যাভেন’-এর কাহিনি অবলম্বনে নির্মিত হয় এই সিরিয়ালটি।
আর এফএল প্লাস্টিক নিবেদনে পাওয়ার্ড বাই রিগাল ফার্নিচারের সৌজন্যে এটিএন বাংলায় প্রচার হচ্ছে সিরিয়ালটি। বাংলাদেশে সিরিয়ালটি নিয়ে এসেছে ডিজিটাল প্ল্যাটফর্মের পথিকৃৎ প্রতিষ্ঠান ‘বঙ্গ’। এবার বঙ্গবিডির ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে ‘জান্নাত’।