সোমবার   ১৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভিন্নধর্মী নির্বাচনী প্রচারণা বলিউড ড্রিমগার্লের

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪৮ পিএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

চারপাশে উপচে পড়ছে সোনালি ধান, তার পরনেও সোনালি শাড়ি, খোলা চুল হাওয়ায় উড়ছে। না, কোনো সিনেমার শ্যুটিং নয়, বরং নির্বাচনী প্রচার। কাঁচি দিয়ে ধান কেটে ভিন্নধর্মীভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বলিউডের ড্রিমগার্লের খ্যাত অভিনেত্রী হেমা মালিনী। 

নিজের টুইটারে নির্বাচনী প্রচারণার জন্য এমন একটি ছবি পোস্ট করেছেন তিনি। এর আগে ২০১৪ সালের লোকসভা ভোটে মথুরা থেকে ৩,৩০,০০০-এরও বেশি ভোটি জিতেছিলেন তিনি। এবারো মথুরা থেকেই বিজেপি প্রার্থী বলিউডের এই ড্রিমগার্ল। তবে তাকে বহিরাগত বলে দাবি করেছেন উত্তরপ্রদেশের মহাজোটের নেতারা। হেমা মালিনীর পাল্টা দাবি যে গত পাঁচ বছরে মথুরার যে উন্নয়ন তিনি করেছেন, তা এর আগে কেউ করেনি। বৃন্দাবনেও তার বাড়ি রয়েছে, তাই নিজেকে বৃন্দাবনবাসী বলেও দাবি করেছেন হেমা। 

 

তবে স্থানীয় বাসিন্দাদের অনেকেই গত পাঁচ বছরে সাংসদ হিসেবে হেমার ভূমিকায় অসন্তুষ্ট। মথুরার জন্য তিনি বিশেষ কিছুই করেননি বলেও অভিযোগ করেছেন অনেকে। বহু মানুষ তার অপেক্ষায় আছে জেনেও মথুরা এসেই তিনি গেস্ট হাউসে বিশ্রাম নিতে চলে যান বলেও অভিযোগ অনেকের।