সোমবার   ১৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

লুৎফর হাসানের কথায় শাওনের ‘জায়গা দিও’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:০৪ পিএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

প্রায় ১২ বছর আগে গাইতেন ‘প্লাই’ নামে  গানের দলে। এরপর নিজের একক গানের ক্যারিয়ার নিয়ে ভাবতে শুরু করেন। ২০১৫ সালের শেষ দিকে নিজের গাওয়া ‘ইচ্ছে মানুষ’ গান দিয়ে পরিচিতি পান তিনি। এখন গান নিয়েই আছেন। ছোটবেলা থেকেই সঙ্গীতের সঙ্গে প্রেম তার। তিনি সাজ্জাদ হোসেন শাওন। সঙ্গীতাঙ্গনে শাওন গানওয়ালা নামে যার পরিচিতি।

এবার আসছে তার নতুন গান-ভিডিও ‘জায়গা দিও’। লুৎফর হাসানের কথায় গানটির সুর করেছেন শাওন নিজেই। সঙ্গীতায়োজনে আমজাদ হোসেন। ঢাকা ও নারায়নগঞ্জের বেশ কয়েকটি মনোরম লোকেশনে চিত্রায়ন করে মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন অভিনেতা ও পরিচালক রাশেদ মামুন অপু। এই মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেছেন চিত্রনায়িকা অমৃতা খান ও অভিনেতা জামশেদ শামীম। 

 

এর আগে ৬টি একক, একটি ধারাবাহিক নাটক পরিচালনা করলেও এবারই প্রথম মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করলেন রাশেদ মামুন অপু। উচ্ছ্বাসিত অপু বলেন, এর আগে নাটক নির্মাণ করলেও কোন মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করা হয়নি।  মনে হলো একটি মিউজিক্যাল ফিল্ম বানাই। গান -গল্প রেডি করে ধ্রুব দা’র সঙ্গে বসি। তিনি গল্প শুনে বললেন, কবে শটিং করতে চান? দায়িত্ব বেড়ে গেল বহুগুন। সেই দায়িত্ব নিয়েই নির্মাণ করেছি ‘জায়গা দিও’ মিউজিক্যাল ফিল্মটি। এটি আমার একটি ভালোবাসার সন্তান। এক ভিডিওতে পাওয়া যাবে তিন ধরনের স্বাদ। থাকছেন চলচ্চিত্র, নাটক ও গানের মানুষেরা। আশাকরছি সবার ভালো লাগবে। 

শাওন গানওয়ালা বলেন, এটি একটি সর্বাঙ্গসুন্দর গান। মিউজিক্যাল ফিল্মটিও দর্শকদের চোখের আরাম দেবে। গানটির সাথে সামঞ্জস্য রেখে নির্মাণ করা হয়েছে এর নান্দনিক  ভিডিওটি। গানটি শুনতে বা দেখতে বসে নিরাশ হবেন না কেউ।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, বৃহস্পতিবার তাদের ইউটিউবে অবমুক্ত করা হবে ‘জায়গা দিও’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।