হল মালিকদের কাছে আলমগীরের আহ্বান
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:০৫ পিএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
দেশের চলচ্চিত্র ব্যবসায় দূরাবস্থার কারণে ১২ এপ্রিল সারাদেশে সিনেমাহল বন্ধ ঘোষনা করেছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। গেল ১৩ মার্চ এমন ঘোষনা দিলেও এখন পর্যন্ত এই সিদ্ধান্তেই অটল প্রদর্শক সমিতি। এমন অবস্থায় সবাইকে একসঙ্গে আলোচনায় বসার আহ্বান জানালেন চিত্রনায়ক আলমগীর। গতকাল বিএফডিসিতে জাতীয় চলচ্চিত্র দিবস নিয়ে সংবাদ সংম্মেলনে আলমগীর এ আহ্বান জানিয়েছেন।
আলমগীর তার বক্তব্যে বলেন, আমরা যারা চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্র আমাদের পরিচয়। একই ভাবে প্রযোজক, পরিচালক, শিল্পী, টেকনিশিয়ান, আমরা সবাই সিনেমার মানুষ। আমাদের এই সিনেমাটি দর্শকদের সামনে তুলে ধরেন হল মালিকরা। আমি মনে করি তারাও চলচ্চিত্রের মানুষ। আগামী ১২ এপ্রিল আপনারা সিনেমা হল বন্ধ করে দিচ্ছেন, অথচ কারো সঙ্গে কোনো আলোচনা করেননি। আসেন চলচ্চিত্র দিবসকে কেন্দ্র করে আমরা একটা সিদ্ধান্ত নিই। কীভাবে চলচ্চিত্রকে এগিয়ে নেয়া যায়।
এ সময় আলমগীর হল মালিকদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা ভালো ছবি পাচ্ছেন না, আর আমরা ভালো ছবি বানিয়ে হল থেকে টাকা পাচ্ছি না। সমস্যা তো শুধু আপনাদের নয়। আমরা যারা ছবি প্রযোজনা করছি, আমাদেরও সমস্যা আছে। আমরা তো ছবি প্রযোজনা বন্ধ করছি না। আপনারা কেন সিনেমা হল বন্ধ করার ঘোষণা দিচ্ছেন?
সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়ত হাসান ইমামের সভাপতিত্বে এই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, নায়িকা অঞ্জনা প্রমুখ।
প্রসঙ্গত, দু’দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবের প্রথম দিন অর্থাৎ বুধবার বর্ণাঢ্য র্যালি মাধ্যমে শুরু হবে আয়োজনটি। এরপর হবে আলোচনা সভা ও সেমিনারের আয়োজন রয়েছে। দ্বিতীয় দিন বিকেলে থাকবে তারকা শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকবে ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক জাভেদ ও অঞ্জনার পরিবেশনা। এ ছাড়া মঞ্চ মাতাবেন এ প্রজন্মের নায়ক-নায়িকারা।