শ্যাম বেনেগাল ঢাকায়, প্রস্তাবনায় শেষ হলো প্রথম বৈঠক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:৩৮ পিএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বায়োপিক নির্মাণের ইচ্ছা পোষণ করেন ভারতের নির্মাতা শ্যাম বেনেগাল। এবার এ বিষয়ে আলোচনা করতে সোমবার রাতে দুই দিনের সফরে ঢাকার আসেন এই বলি নির্মাতা। মঙ্গলবার বিএফডিসিতে এ সংক্রান্ত একটি বৈঠকে অংশ নেন তিনি।
এ বৈঠকে অংশ নেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক লক্ষণ চন্দ্র দেবনাথ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারসহ আরো অনেকে। আড়াই ঘণ্টা চলা এই বৈঠকে কিছু প্রস্তাবনা রাখা হয়। তবে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
বৈঠক শেষে শ্যাম বেনেগাল বলেন, সিনেমার মূল শিল্পী এখনো চূড়ান্ত হয়নি। এই ছবিতে কয়েকজন ইতিহাসবিদ ও ভাষাবিদ কাজ করবেন। কারণ আমি বাংলা ভাষা খুব বুঝতে পারি না। ছবির শুটিং বাংলাদেশে হবে। আর এতে বাংলাদেশি অভিনয়শিল্পীরাই অভিনয় করবেন। ছবির ভাষা হবে বাংলা আর এর সঙ্গে ইংরেজি সাবটাইটেল রাখা হবে।
গাজীপুরের শফিপুরে বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে ছবির শুটিং হবে। সেখানে শুটিং করা যাবে কিনা সেটা খতিয়ে দেখতে শ্যাম বেনেগাল বঙ্গবন্ধু ফিল্ম সিটি পরিদর্শনেও যাবেন বলে জানা গেছে।
এ বিষয়ে আরো জানা যায়, ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবসে তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। এ দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করার কথা রয়েছে শ্যাম বেনেগালের। বঙ্গবন্ধুর বায়োপিকের সবশেষ অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানাবেন তিনি। এছাড়াও দুই দিনে বেশকিছু সভায় অংশ নেবেন শ্যাম বেনেগাল। এরপর নিজ দেশে ফিরে যাবেন ৪ এপ্রিল।