অভিভাবকদের জন্য অডিটোরিয়াম খুলে দিলেন ইউএনও নাহিদা বারিক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৩৪ এএম, ৩ এপ্রিল ২০১৯ বুধবার
সদর উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে শিক্ষার্থীদের অভিভাবকদের অডিটোরিয়াম খুলে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক। এ স্কুলে পরীক্ষায় অংশগ্রহনকারী অভিভাবকদের বসার সু-ব্যবস্থার করা হয়েছে।
এসময় তিনি মহিলা অভিভাবকদের সাথে খোলামেলা আলোচনা করেন। এছাড়াও স্কুলের শিক্ষার্থীদের সুবিধার্থে বাথরুম ও খাওয়ার পানির ব্যবস্থা করা হয়।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে সস্তাপুর কমর আলী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম খুলে দিয়ে অভিভাবকদের বসার ব্যবস্থা করেন।
জানা যায়, নারায়ণগঞ্জে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহন করার সময় তাদের সাথে আসা অভিভাবকরা শিক্ষা প্রতিষ্ঠানে বসার কোন ব্যবস্থা না থাকায় মহিলা অভিভাবকরা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দাড়িয়ে থাকতে হয়।
এতে করে অভিভাবকদের কষ্ট সাধিত হয়। যার কারনে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন। আর অভিভাবকদের সুবিধার্থে সস্তাপুর অবস্থিত কমর আলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের কষ্ট সাধনে অডিটোরিয়াম খুলে দেয়া হয়।
এ অডিটোরিয়ামে বসার জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। আর গরমের জন্য বৈদ্যুতিক ফ্যান লাগিয়ে দেয়া হয়। অভিভাবকদের জন্য এমন সু-ব্যবস্থা করায় তারা অনেকটাই খুশি এবং উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়াও স্কুলের শিক্ষার্থীদের সুবিধার্থে বাথরুম ও খাওয়ার পানির ব্যবস্থা করা হয়। এতে করে শিক্ষার্থীদের মাঝেও দেখা যায় উল্লাস।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাহিদা বারিক জানান, কমর আলী স্কুলের অভিভাবকদের জন্য অডিটোরিয়াম খুলে দেয়া হয়েছে।
সদর উপজেলা প্রশাসনের পক্ষ হতে পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবকদের জন্য অডিটোরিয়াম চালুর ব্যবস্থা করা হবে।