মহাতীর্থ লাঙ্গলবন্দ অষ্টমী পুণ্যস্নানে কঠোর নিরাপত্তা দেওয়া হবে
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৪৮ এএম, ৩ এপ্রিল ২০১৯ বুধবার
জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেন, বন্দরের মহাতীর্থ লাঙ্গলবন্দ অষ্টমী পুণ্যস্নান এ কঠোর নিরাপত্তা দেওয়া হবে ।
নারীদের নিরাপত্তার স্বার্থে নারী আনসার সদস্য রাখা হবে। নিরাপত্তার স্বার্থে ১১৬১ জন পুলিশ ও ৩৩০ জন আনসার সদস্য রাখা হবে । অষ্টমী পুণ্যস্নান এর ১৭টি ঘাটেই বিশেষ নজরধারী রাখা হবে ।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলাধীন লাঙ্গলবন্দে মহাতীর্থ লাঙ্গলবন্দ অষ্টমী পুণ্যস্নান সুষ্ঠভাবে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত প্রস্তাডুমূলক সভায় ডুনি এসব কথা বলেন।
এসময় ডুনি আরও বলেন, অপরের সন্তানরা মানুষ হলো আর নিজের সন্তান হলো না এর চেয়ে র্দূভাগা আর কী হতে পারে । তাই সকলের উচিত নিজের সন্তানদের প্রডু নজর রাখা ।
ভিশন টুয়েন্টি টুয়েন্টি অয়ান ভিশন টুয়েন্টি ফ্রোটি অয়ান এটা কারো স্লোগান নয়। এটা বাংলাদেশের স্লোগান। এই স্লোগানের সাথে সবাই সম্লিত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। যারা এর সাথে থাকবে না তাদের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।
ডুনি আরো বলেন, প্রডুবছরের মতো এবারও বছরও জেলা প্রশাসনের উদ্যোগে সবধরনের সহযোগিতা করবো। আসন্ন স্নান উপলক্ষে দর্শনার্থীদের সুবিধার্থে এবারও রাস্তার দু'পাশে কোন দোকানপাট বসতে দেওয়া হবে না ।
জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপডুত্বে উপস্থিত ছিলেন, অডুরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ) নুরে আলম, অডুরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) সেলিম রেজা, অডুরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যুথিকা সরকার, র্যাব-১১ এর সিনিয়র এসপি মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ গনপুর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মোঃ জাকির হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুব্রত পাল, এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর সাহা, নারায়ণগঞ্জ চেম্বারের সভাপডু খালেদ হায়দার খান কাজল, পরিচালক এহসানুল হাসান নিপু, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জাতীয় পরিষদের সদস্য বাসুদেব চক্রবর্তী, মহাতীর্থ লাঙ্গলবন্দ পুণ্যস্নান উদযাপন কমিটির সভাপডু সরোজ সাহা, সাধারণ সম্পাদক সুজিত সাহা, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু জাহের, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকসুদ আহমেদ প্রমুখ ।