বেকসুর খালাস পেলেন ন্যান্সি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:১৪ এএম, ৩ এপ্রিল ২০১৯ বুধবার
নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের হওয়া এক মামলায় বেকসুর খালাস পেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।
মঙ্গলবার সকালে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তাকে অব্যাহতি দিয়েছেন। আসামি পক্ষের আইনজীবী জীবন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৬ সেপ্টেম্বর ন্যান্সি আর তার ছোট ভাই শাহরিয়ার আমান সানির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন সামিউন্নাহার শানু। তিনি নেত্রকোনা মডেল থানায় এ মামলা দায়ের করেন। মামলায় ন্যান্সি ও তার স্বামী নাজিমুজ্জামান জায়েদকেও আসামি করা হয়।
সামিউন্নাহার শানুর দায়ের করা মামলা থেকে জানা গেছে, বিয়ের কয়েক মাস পর থেকে শানুকে তার বাবার বাড়ি থেকে টাকা ও আসবাব এনে দিতে চাপ দেন সানি। এতে শানু অপারগতা প্রকাশ করলে সানি তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান। সম্প্রতি তার এ কাজে বড় বোন ন্যান্সি এবং তার স্বামী জায়েদ সাহায্য করেন। তারা সানিকে উসকানি দেয়া ছাড়াও শানুকে বিভিন্ন সময়ে মানসিক নির্যাতন চালাতেন বলে মামলায় উল্লেখ করা হয়।
সকালে নেত্রকোনার আদালত থেকে বেরিয়ে ন্যান্সি বলেন, আমি কিন্তু আগেই বলেছিলাম, অকারণে আমাকে মামলায় জড়ানো হয়েছে। আমি নিশ্চিত ছিলাম, সত্যের জয় হবেই। তা প্রমাণিত হয়েছে।
তিনি বলেন, আমি একজন শিল্পী, এ ধরনের মিথ্যা অপবাদের কারণে আমাকে মানুষের নানা কথা শুনতে হয়েছে। পরিচিতজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে প্রতিনিয়ত এই মামলার বিষয়ে কথা বলতে হয়েছে। আজ আমার মাথার ওপর থেকে সেই বোঝা সরে গেল। আজ আমি এবং আমার স্বামী পুরোপুরি মুক্ত। আদালতের প্রতি আমাদের কৃতজ্ঞতা।