সোমবার   ১৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেনী মাতাবেন জেমস

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:১৫ এএম, ৩ এপ্রিল ২০১৯ বুধবার

বাংলা নববর্ষ উপলক্ষে ফেনীর মহিপাল সরকারি কলেজ মাঠে আয়োজিত কনসার্টে গান পরিবেশন করবেন নগর বাউল খ্যাত গায়ক জেমস।

মেলার তৃতীয় দিন (১৬ এপ্রিল) মঙ্গলবার সন্ধ্যায় এ কনসার্টে জেমস ছাড়াও দেশের জনপ্রিয় কন্ঠ শিল্পীরা গান পরিবেশন করবেন।

 

ফেনী পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর আমন্ত্রণে তারা ফেনী আসছেন।

ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, বাংলা নববর্ষ উপলক্ষে এ কনসার্টের আয়োজন করা হয়েছে। এতে প্রবেশাধিকার থাকছে সম্পূর্ণ উন্মুক্ত। গানে গানে ছন্দে-ছন্দে গলা-বাজি করবে গুরু, উঠবে ঝাঁকড়া বাউল চুল! গানের তালে উঠবে ধুলো।

সংগঠক ও মানবাধিকার কর্মী মাঈন উদ্দিন সুমন ভূঞা বলেন, মানুষকে সুন্দর দিন উপহার দিতে ও সচেতন করে তোলার বিকল্প নেই। তাই গানের মাধ্যমে এ প্রচারণা হতে পারে দারুণ বিষয়। সে ভাবনা থেকেই দ্বিতীয়বারের মতো বৈশাখের বিশেষ আয়োজন।

নগর বাউল জেমস্ এর আগমন উপলক্ষে মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। শহরের বিলবোর্ডে ঝুলছে গুরুর ছবি। জেলাব্যাপী কনসার্টে অংশগ্রহণের তোড়জোড় চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রিয় তারকার ছবি দিয়ে নানা পোস্ট দিচ্ছে যুবক-তরুণরা।

 

জেমস্ ভক্ত আরিফুল ইসলাম বলেন, স্টেজে নগর বাউল মানে সেই হৈ হৈ কান্ড রৈ রৈ ব্যাপার আর ভক্তদের সীমাহীন উন্মাদনা। গুরুর গান শুনার জন্য ও তাকে একনজর দেখতে যুব সমাজ মুখিয়ে আছে। কনসার্টে হাজার হাজার লোক সমাগম হবে।

ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর উদ্যোগে কয়েক বছর ধরে বৈশাখী মেলার আয়োজন হচ্ছে। এবারের মেলায় বিভিন্ন পন্যের প্রায় ৪০টি স্টল থাকবে।