বন্ধ হচ্ছে না সিনেমা হল
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:১৬ এএম, ৩ এপ্রিল ২০১৯ বুধবার
বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি আগামী ১২ এপ্রিল থেকে দেশের ১৭৪টি প্রেক্ষাগৃহ বন্ধের ঘোষণা দিয়েছিল। তবে সরকারের আশ্বাসে সেই সিদ্ধান্ত স্থগিত করেছে তারা।
মঙ্গলবার সচিবালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠকের পর সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ এবং প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস এ সিদ্ধান্তের কথা জানান।
ইফতেখার উদ্দিন বলেন, মাননীয় তথ্যমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠক শেষে আমরা সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করেছি। অমাদের দাবি দাওয়ার বিষয়ে তিনি আশ্বাস দিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে কথা বলেছে। সেজন্য আমরা সরকারের প্রতি সম্মান জানাতে সিনেমা হল বন্ধের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছি।
এর আগে, ১৩ মার্চ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে ১২ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব সিনেমা হল বন্ধ ঘোষণা দেয় সংগঠনটি।
এ ঘোষণার কারণ হিসেবে সংগঠনটির নেতারা জানিয়েছিলেন, সিনেমা হল চালু রাখার জন্য যে পরিমাণ ছবি দরকার তা নির্মিত হচ্ছে না। তাই বিদেশি ছবির আমদানিতে সরকারের সহায়তা কামনা ও সহজ নীতিমালা তৈরি করা সঙ্গে সঙ্গে দেশের ছবির উৎপাদন বাড়ানোর সরকারি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। এছাড়া সিনেমা হলের মালিকদের ব্যবসা ও দুরাবস্থার নানা দিক তুলে ধরা হয়।