সোমবার   ১৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যানসার লড়াইয়ের শক্তি ছিলো অনুরাগীরাই, টুইটারে ইরফান

বিনোদন ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২৯ পিএম, ৪ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

দুঃসময়ে পাশে থেকেছেন অনুরাগীরা। অফুরন্ত ভালবাসা দিয়েছেন। তাদের জন্যই আজ ফিরে আসতে পেরেছেন। অকপট স্বীকার করলেন অভিনেতা ইরফান খান।

গত এক বছর ধরে লন্ডনে ক্যানসারের চিকিত্সা চলছিল ইরফানের। এখনো চিকিত্সাধীন রয়েছেন তিনি। তবে আগের চেয়ে অনেকটাই সুস্থ। তার মধ্যেই অনুরাগীদের কৃতজ্ঞতা জানালেন।

অনুরাগীদের উদ্দেশ্যে বুধবার টুইটারে ইরফান লেখেন, জীবনে জয়ী হওয়ার সাধনায় মাঝে মধ্যে ভালবাসার গুরুত্ব ভুলে যাই আমরা। তবে দুর্বল সময় আমাদের তা মনে করিয়ে দেয়। জীবনের পরবর্তী ধাপে পা রাখার আগে তাই খানিকক্ষণ থমকে দাঁড়াতে চাই আমি। অফুরন্ত ভালবাসা দেয়ার জন্য এবং পাশা থাকার জন্য আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাতে চাই। আপনাদের এই ভালবাসাই আমার যন্ত্রণায় প্রলেপ দিয়েছে। তাই ফের আপনাদের কাছেই ফিরছি। অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সকলকে।

ইরফানের ফিরে আসার খবরে খুশি বলিউডও। সোশ্যাল মিডিয়ায় অনেকেই ইতোমধ্যে তাকে নতুন করে স্বাগত জানিয়েছেন। যাদের মধ্যে অন্যতম হলেন রিচা চাড্ডা, স্বরা ভাস্কর, বিনয় পাঠক এবং আয়ুষ্মান খুরনা। ইরফানকে নিজের অনুপ্রেরণা বলে জানান আয়ুষ্মান। অনেক দিন পর একটা ভাল খবর পেলেন বলে জানান বিনয় পাঠক।
 
গত বছর মার্চে প্রথম ‘নিউরোএন্ডোক্রিন টিউমার’ এ আক্রান্ত হওয়ার কথা ঘোষণা করেন ইরফান খান। তারপর থেকে আর জনসমক্ষে দেখা যায়নি তাকে। মাঝে দীপাবলী উপলক্ষে দেশে ফিরেছিলেন। তারপর এ বছর ফেব্রুয়ারি মাসে দেখা মেলে তার। খুব শীঘ্র ফের ছবিতে ফিরছেন তিনি। কারিনা কাপুরের সঙ্গে ‘হিন্দি মিডিয়াম-২’ ছবির শুটিং শুরু করতে চলেছেন বলে জানা গিয়েছে।