বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

মেয়াদোত্তীর্ণ-নকল শিশুখাদ্য, জরিমানা ৫০ লাখ

নিউজ ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১২ পিএম, ৪ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বিক্রি ও পণ্যের মেয়াদ বাড়িয়ে বাজারজাত করার অপরাধে গুলশান-১ এলাকার তিন প্রতিষ্ঠানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে এ অপরাধে দুইজনকে ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত র‌্যাব-১ ও বিএসটিআইয়ের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চলে। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

এ বিষয়ে র‍্যাবের নির্বাহী মাজিস্ট্রেট বলেন, নতুন লাগানো তারিখটি মোছার পর আসল তারিখটি বের হয়ে আসে। এখানে কিছু আমের পেকেট পাই যেখানে কোনো ধরনের এক্সপায়ার ডেট নাই। কোনো ধরনের প্রোডাকশন ডেট নাই।

তিনি বলেন, এ ধরনের প্রতারণা সহজে ক্রেতা ধরতে পারেন না। সেই সুযোগটাই কাজে লাগিয়ে বড় অঙ্কের টাকা লাভ করে আসছিল প্রতিষ্ঠানগুলো। যার বিরুদ্ধেই অভিযোগের সত্যতা মিলবে, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ম্যাজিস্ট্রেট আরো জানান, মাওলা ট্রেডার্সকে ৩৮ লাখ, জে কে মার্কেটিংকে ১০ লাখ ও মেসার্স রাতুল স্টোরকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। মোট ৫০ লাখ টাকার জরিমানা করা হয়েছে। এ ছাড়া জে কে মার্কেটিং এর মালিক শেখ মোহাম্মদ রাশেদ এবং ম্যানেজার মাঈনুল হাসানকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়।