সোমবার   ১৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আলিয়া-বরুণের অবৈধ প্রেম, ইন্টারনেটে ঝড় তুলল ‘কলঙ্ক’!

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:০১ পিএম, ৪ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

রেগে নেওয়া একটা সিদ্ধান্তই আমাদের সবার জীবনটা ছারখার করে দিল। আলিয়া ভাটের প্রথম ডায়লগটাই যেন বেঁধে দিল সুরটা। আর তারপর দুই মিনিট ১১ সেকেন্ড ধরে শুধুই আলোর ঝলকানি। মুগ্ধতা জড়ানো আবেশ। 

আর এসবই হয়েছে করণ জোহরের ধর্মা প্রোডাকশনের বড় বাজেটের সিনেমা ‘কলঙ্ক’ এর ট্রেলারে।

অপেক্ষার অবসান। ‘কলঙ্ক’-এর ট্রেলার মুক্তি পেতেই ঝড় উঠেছে। ট্রেলার দেখে প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে ত্রিকোণ প্রেমের গল্পের উপর নির্ভর করেই তৈরি করা হয়েছে এই ছবি। যেই ত্রিকোণ প্রেমের তিনটি কোণায় রয়েছেন আলিয়া ভাট, বরুণ ধাওয়ান এবং আদিত্য রায় কাপুর। 

ভারত স্বাধীন হওয়ার আগে একটি গল্প থেকে সিনেমাটি নির্মিত হয়েছে। ছবিতে ১৯৪৫ সালের প্রেক্ষাপট দেখানো হয়েছে। গত ১২ মার্চ মুক্তি পেয়েছিল সিনেমাটির টিজার। কিছু সম্পর্ক ধার করার মতো, যেটি হয় শেষ করতে হয় না হয় এর মূল্য দিতে হয়, কলঙ্ক টিজারের শুরুতে বরুণ ধাওয়ানের গলায় ভেসে এল এমনই সুর।

তারপর মাধুরী, সোনাক্ষী, আলিয়া, বরুণ, আদিত্য রয় কাপুর, সঞ্জয় দত্তসহ এক ঝাঁক তারকা সামনে আসেন নিজস্ব লুকে। 

অভিষেক বর্মন পরিচালিত ‘কলঙ্ক’ দর্শকদের আগ্রহের আরো একটি কারণ হল এই ছবিতে দীর্ঘদিন পর ফের একসঙ্গে দেখা যাবে সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিতকে। ছবিতে বাহার বেগম অর্থাৎ মুখ্য চরিত্রে দেখা মিলবে নাইনটিজের ডিভা মাধুরী দীক্ষিতের।

মাধুরীর বিপরীতে বলরাজ চৌধুরীর ভূমিকায় অভিনয় করবেন সঞ্জয় দত্ত, জাফারের ভূমিকায় অভিনয় করছেন বরুণ ধাওয়ান। আলিয়া ভাটের চরিত্রের নাম রূপ, সত্য-র ভূমিকায় থাকছেন ‘দাবাং গার্ল’ সোনাক্ষী সিনহা এবং দেব চৌধুরীর ভূমিকায় আদিত্য রায় কাপুর। এটি মুক্তি পাবে আগামী ১৭ এপ্রিল।

প্রসঙ্গত, সিনেমাটিতে এর আগে শ্রীদেবীর অভিনয় করার কথা ছিল। কিন্তু এই সুপারস্টারের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পর এতে বাহার বেগম চরিত্রে অভিনয়ের জন্য মাধুরী যুক্ত হন। সে থেকেই সঞ্জয় ও মাধুরী ভক্তরা প্রিয় জুটিকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা দর্শকদের।