মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

যুদ্ধে ক্ষতিগ্রস্ত ৪৬৯ বছরের প্রাচীন মসজিদ

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫৪ এএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার

যুদ্ধবিধ্বস্ত দেশ বসনিয়া-হার্জেগোভিনার ফোকা শহরের সাড়ে ৪শ’ বছরের একটি মসজিদ ১৯৯২-৯৫ সালে যুদ্ধের সময় সার্বিয় সৈন্যদের বিস্ফোরকের আঘাতে ধ্বংস হয়ে যায়। মসজিদটি বসনিয়া-হার্জেগোভিনার দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর ফোকায় অবস্থিত ৪৬৯ বছরের পুরনো।

পাঁচ ব্ছরের চেষ্টায় এ প্রাচীন ‘আলাকা মসজিদটি তুরস্কের একটি ফাউন্ডেশনের সহায়তায় পুনঃনির্মাণ কাজ প্রায় শেষের পথে। আগামী এপ্রিল/মে মাসের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ হবে।

ঐতিহাসিক আলাক মসজিদটি হাসান নাজির নির্মাণ করেন। তুর্কি স্থপতি মিমার সিনান মসজিদটির নকশা করেন। যুদ্ধের সময় মসজিদের ধ্বংসপ্রাপ্ত পাথরগুলো সংগ্রহ করে তা এ মসজিদে স্থাপন করা হয়।

মসজিদটি নির্মাণে মসজিদের পাশে পড়ে থাকা পাথরের ন্যায় অনুরূপ পাথর ১৫০ কিলোমিটার দূরের ফোকা শহর থেকে সংগ্রহ করা হয়।

আলাকা মসজিদটি কাজ সম্পূর্ণ শেষ হলে সেটি বসনিয়া-হার্জেগোভিনা ইসলামিক ইউনিয়নের কাছে হস্তান্তর করা হবে।