সোমবার   ১৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রধানমন্ত্রী চলচ্চিত্রের বিকাশে কাজ করছেন: তথ্যমন্ত্রী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪৭ এএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দূরদৃষ্টি নিয়ে ঢাকায় চলচ্চিত্র শিল্পের গোড়াপত্তন করেছিলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই চলচ্চিত্রের বিকাশে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। সেদিন বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশের চলচ্চিত্র সারাবিশ্বে সমাদৃত হবে।

বুধবার এফডিসিতে দুই দিনব্যাপি ‘জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৯’ এর উদ্বোধন অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

এ সময় মন্ত্রী আরো বলেন, এদেশে বহু কালজয়ী, জীবনধর্মী চলচ্চিত্র নির্মিত হয়েছে। মুক্তিযোদ্ধারা যেমন স্বাধীনতার ব্রতে জীবন বাজি রেখে বঙ্গবন্ধুর নেতৃত্বে লড়াই করেছে তেমনি এদেশের চলচ্চিত্রও নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ঐতিহ্য ও সংগ্রাম সম্পর্কে জানতে সাহায্য করেছে। টেলিভিশন, ইউটিউব বা আইম্যাক্স কোনোটিই চলচ্চিত্রের বিকল্প নয়, চলচ্চিত্রের বিকল্প চলচ্চিত্রই। 

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, এই চলচ্চিত্র বিকাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্মাণ করেছেন বিশ্বমানের ফিল্ম আর্কাইভ, ৫৩ কোটি টাকা ব্যয়ে এফডিসির আধুনিকায়ন চলছে, ৩২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সুবিধাসহ এফডিসির নতুন সমন্বিত ভবন। ২০২১ সালে ঢাকায় বিশ্ব ফিল্ম আর্কাইভ সম্মেলনের আগেই এফডিসি নতুন রূপে সাজবে। আর এতে শুধুমাত্র এফডিসির অফিসগুলোই থাকবে তা নয়, আধুনিক সিনেমা হলও থাকবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির আহ্বায়ক সৈয়দ হাসান ইমাম, অভিনেতা ড. ইনামুল হক, চিত্রনায়ক আলমগীর, ইলিয়াস কাঞ্চন, খল অভিনেতা মিশা সওদাগর, তথ্যমন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক, এফডিসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক লক্ষণ চন্দ্র দেবনাথ, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, চিত্রনায়ক সুব্রত, সম্রাট, চিত্রনায়িকা অঞ্জনা, রোজিনা, শাহনূর, আইরিনসহ আরো অনেকে।