চলচ্চিত্রের সুদিন আবার ফিরবে: আলমগীর
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৪৮ এএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার
‘চলচ্চিত্র বাঁচলে সংস্কৃতি বাঁচবে’ এই প্রতিপাদ্য নিয়ে বিএফডিসিতে চলছে দুইদিনব্যাপি ‘জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৯’। এ উৎসব আয়োজনের প্রথম দিন হিসেবে এফডিসিতে গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল নানা অনুষ্ঠান। উৎসবে এসে চিত্রনায়ক আলমগীর বলেন, চলচ্চিত্রের সুদিন আবার ফিরবে।
আলমগীর বলেন, আমাদের চলচ্চিত্র একটা সংকটময় অবস্থায় আছে। আগামী ১২ই এপ্রিলে আরেকটি সংকট বিকট আকারে দেখা দিত যদি তথ্যমন্ত্রী সিনেমা হল মালিকদের সঙ্গে একটি সমঝোতার মিটিংয়ে না বসতেন। দিনের পর রাত আসে, রাতের পর দিন আসে। আমি আশা করছি, চলচ্চিত্রেরও সুদিন ফিরবে। চলচ্চিত্রের মাধ্যমে শিল্পীরা পরিচিতি পান। অথচ আজ চলচ্চিত্র দিবসে অনেকেই নেই। তাদের কার্ড পাঠিয়ে আমন্ত্রণ জানালেও তারা আসেন না। আমি তাদের বলব, আপনারা চলচ্চিত্র থেকে অনেক কিছু পেয়েছেন, এখন চলচ্চিত্রকেও কিছু দিতে হবে।
তিনি তার বক্তব্যে বলেন, এফডিসিতে ঢোকার পর শুনছিলাম অনেকে বলছিলেন, এখনকার শিল্পীরা এফডিসিতে নেই কেন? এটা শুনতে খুব লজ্জা লাগছিল। আজ চলচ্চিত্র দিবস, অথচ মৌসুমী, ওমর সানী, শাবনূর আপনারা কোথায়?
জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে বুধবার সকালে বিএফডিসিতে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দুদিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সৈয়দ হাসান ইমাম, নায়ক আলমগীর, নায়ক ইলিয়াস কাঞ্চন, নায়িকা অঞ্জনা, রোজিনা, পরিচালক মুশফিকুর রহমান গুলজারসহ অনেকে।
চলচ্চিত্র দিবসের দ্বিতীয় দিনের আকর্ষণ হিসেবে থাকবে ঢাকাই ছবির একসময়কার জনপ্রিয় নায়ক জাভেদ ও অঞ্জনার পরিবেশনা। এ ছাড়া মঞ্চ মাতাবেন মাহিয়া মাহি, নিরব, ইমন, সাইমন সাদিক, জয় চৌধুরী, রোমানা নীড়, সানজু জন, বিপাশা কবিরসহ এ প্রজন্মের নায়ক-নায়িকারা।