সোমবার   ১৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিনেমার প্রজা সকলের চিন্তা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪৯ এএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার

প্রেক্ষাগৃহে আসার আগে সিনেমার প্রজা মানে দর্শকদের সামনে ভেসে আসে কয়েকটি প্রশ্ন। কি দেখবো? কেন দেখবো? কাকে দেখবো? প্রতিটির কারণ সন্তোষজনক না হলে দর্শক সিনেমা হলে আসেন না। 

কি দেখবো-বৈচিত্রপূর্ণ গল্পের শৈল্পিক উপস্থাপনা অর্থাৎ ভালো নির্মাণের  সিনেমা। কেন দেখবো- বিনোদিত হতে, আনন্দ পেতে এবং সিনেমার বিষয়টি নিয়ে ভাবতে। এর মাঝে শ্রুতি মধুর গান শুনে মুগ্ধ হতে। সুদৃশ্য লোকেশনে চিত্রায়ণ দেখে পুলকিত হতে। কাকে দেখবো- পছন্দের অভিনেতা-অভিনেত্রীর অথবা নতুন শিল্পীর সুঅভিনয়। কোথায় দেখবো- একটি নিরাপদ, স্বাস্থকর, আরামদায়ক এবং রুচিশীল প্রেক্ষাগৃহে। 

 

দর্শকদের এই চাওয়া টুকু কি আজো পূরণ হয়েছে? এই চাওয়া গুলো পূরণ হয়নি বলেই দর্শক প্রেক্ষাগৃহে আসছে না। এজন্য দায়ী কারা? সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট সবাই। 

কিন্তু মজার বিষয় হলো, সবাই নিজ দায়ভার এড়িয়ে একে অন্যকে দোষারোপ করেন। যেমন: প্রেক্ষাগৃহের মালিক বলছে সংকটের প্রধান দায়ী পরিচালক বা নির্মাতা। তাদের উপস্থাপনা দূর্বল ও বিষয় -বৈশিষ্টহীন গল্পের চর্বিত চর্বন। আর পরিচালক বলছে ভিন্ন কথা। তারা বলছেন একটি ছবি তৈরির জন্য নেই পর্যাপ্ত বাজেট। নেই পেশাদারী মনোভাবের শিল্পী, নেই উৎকৃষ্ট মানের প্রেক্ষাগৃহ। আর শিল্পীরা বলছেন প্রথারীতির গল্পে, বৈশিষ্টপূর্ণ চরিত্র ও দক্ষ নির্মাতা নেই।  এই ধরনের অভিযোগে, পরস্পর পরস্পরকে দায়ী করছে। আর অভিযোগের নামের বৃত্তের জালে সবাই আটকে যাচ্ছে। কিন্তু সিনেমার কোন উন্নতি হচ্ছে না। সাধারণ দর্শকরাও তাই প্রেক্ষাগৃহ বিমুখ হয়ে পড়ছে। তাই এখনই সবার ভাবা দরকার সাধারণ দর্শকদের কথা, দর্শক চাহিদা অনুয়ায়ী সিনেমা নির্মাণ এবং প্রেক্ষাগৃহের মান উন্নয়ন করা জরুরি।