সোমবার   ১৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অল্প পুঁজিতে যেন একটু বেশিই রুজি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫৩ এএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার

বলিউডে সিনেমা মানে এক ধাপে একশো কোটির ক্লাবে পৌঁছে যাওয়া। তবে সব সিনেমার ক্ষেত্রে এই ধাপ সম্ভব নয়, এটা শুধু সম্ভব বেশি বাজেট দিয়ে নির্মিত সিনেমাগুলোর ক্ষেত্রে। অর্থাৎ যেসব ছবিতে কোটির কাছাকাছি রুপি খরচ করা হয় শুধু মাত্র সেসব ছবিই কোটির স্বাদ নিতে পারতো। মূলত বলিউডের ১০০ কোটি ক্লাবে পৌঁছার জন্য বড় বাজেটের সিনেমা হতেই হত।

তবে, সেই বাধ ভেঙে ফেলেছে কিছু চলচ্চিত্র। যেসব চলচ্চিত্র নির্মিত হয়েছে সামান্য অর্থে। তবে তা ব্যবসা করেছে অনেক। আজ ডেইলি বাংলাদেশের পাঠকদের এমনই কিছু চলচ্চিত্র নিয়ে আলোচনা, যেসব চলচ্চিত্র তাদের স্টোরিলাইন ভালো হওয়ার কারণে অল্প পুঁজিতে ভালো ব্যবসা করতে সম্ভব হয়েছে। মূলত এই সব চলচ্চিত্রের কনটেন্টই সত্যিকারের রাজা।

চলুন দেখে নেয়া যাক এমন চলচ্চিত্র কী কী আছে-

হিন্দি মিডিয়াম

বলিউড ছবি হিন্দি মিডিয়াম। স্বল্প বাজেটের এই ছবিটি বাণিজ্যিক সিনেমার বাজারে এক মুঠো বিশুদ্ধ বাতাস বয়ে এনেছিল। এতে অভিনয় করেছেন ইরফান খান ও সাবা কামার। মাত্র ২৩ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি বক্স অফিস থেকে ৭০ কোটি রুপি আয় করে নতুন আলোচনার জন্ম দিয়েছিল।

শুভ মাঙ্গাল সাবধান

শুভ মাঙ্গাল সাবধান ছবিটিতে অভিনয় করেছেন ভুমি পেদনেকার ও আয়ুষ্মান। ‘দাম লাগা কে হেইশা’র পর থেকেই তাদের কেমিস্ট্রি যেন দর্শক টানতে বেশ সক্ষম হয়েছে। পর্দায় এই দু’জনের ম্যাজিক আবারো একসঙ্গে দেখা যায় ‘শুভ মাঙ্গাল সাবধান’ সিনেমায়। মাত্র ২৫ টি রুপির বিনিময়ে তৈরি এই সিনেমাটি বিখ্যাত হয়েছিল অসাধারণ সব ডায়লগ ও স্টোরিলাইন ভালো হওয়ার কারণে। ওই সময় বক্স অফিস থেকে ছবিটি প্রায় ৬০ কোটি রুপি আয় করে সাড়া ফেলে।

নিউটন

বলিউড ছবি নিউটন। ২০১৭ সালের অন্যতম বিস্ময়কর হিট সিনেমাগুলোর মধ্যে একটি এটি। মাত্র ১৫ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি ছিল বলিউডকে অস্কারে নেয়ার মত সিনেমা। এতে কেবল অসাধারণ একটা গল্পই ছিল না, রাজকুমার রাও ‍ও পঙ্কজ ত্রিপাঠিদের অসাধারণ অভিনয়ও ছিল। আর বক্স অফিস থেকে ছবিটি ২২.৮০ কোটি রুপি আয় করে মুক্তির পর।

লিপস্টিক আন্ডার মাই বুরখা

লিপস্টিক আন্ডার মাই বুরখা একটি নারী কেন্দ্রীক ভিন্নধর্মী সিনেমা। বলা যায়, এটা পরিণত বয়সের ভাবনার সিনেমা। এতে নারীর প্রতি সমাজের দৃষ্টিকোণটা পরিস্কার করা হয়েছে। পরিণত বয়সের দর্শক এই ছবিটিও স্বাদরে গ্রহণ করেছিলেন। মাত্র ছয় কোটি রুপি বাজেটের এই সিনেমা বক্স অফিস থেকে ১৯ কোটি রুপি আয় করে।

বেরিলি কি বারফি

বলিউড ছবি বেরিলি কি বারফি পরিপূর্ণ একটি রোম্যান্টিক কমেডি সিনেমা। এটার গল্প প্রায় ভিন্নধর্মী। এটা তুখোড়, আনন্দদায়ক ও সতেজও বটে। মাত্র ২০ কোটি বাজেটে নির্মিত এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছে ৫০ কোটি রুপি। এতে অভিনয় করে ফাটিয়ে দিয়েছিলেন আয়ুষ্মান খুড়ানা, রাজ কুমার রাওয়ের সঙ্গে কৃতি শ্যানন।

স্ত্রী

কম খরচে শত কোটির ক্লাবে যাওয়া ছবির মধ্যে অন্যতম স্ত্রী। কারণ এই কমেডি ছবিটি মুক্তির মাত্র ১৮ দিনেই পৌঁছে গেছে শতকোটির ক্লাবে। তবে আশ্চর্য হলেও সত্যি যে, এর বাজেট ছিল মাত্র ২০ কোটি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমার সবচেয়ে বড় ‍গুণ হল গল্প আর কলাকুশলীদের দারুণ অভিনয়। অর্থাৎ স্টোরিলাইন ভালো হওয়ায় ছবিটি দর্শক টেনেছে হলে।

বাধাই হো

বলিউড ছবি বাধাই হো। এর গল্পটা ছিল অসাধারণ। যারা দেখেছেন, তারাতো দেখেছেনই আর যারা দেখেননি, তারা দেখে নিবেন। মূলত ২০১৮ সালে সবচেয়ে বড় বিস্ময় হল ‘বাধাই হো’। কমেডি-ড্রামা ঘরাণার এই সিনেমাটি মাত্র ৩০ কোটি বাজেট নিয়েও প্রায় ১৩৩ কোটি রুপির ব্যবসা করেছে। আয়ুষ্মান খুড়ানা, গজরাজ রাও, সুরেখা সিক্রি, নিনা গুপ্তদের বুদ্ধিদীপ্ত ডায়লোগ সেন্স সিনেমাটিকে এক অনন্য অভিজ্ঞতায় পরিণত করেছে।

রাজি

রাজি সিনেমাটি নির্মানে ব্যয় হয়েছে মাত্র ৪০ কোটি রুপি। কিন্তু মুক্তির পর বদলে যায় এর চিত্র। প্রায় একশো কোটি রুপির উপরে ব্যবসা করে ছবিটি। আর এই সিনেমাটিকে ঘিরে আগ্রহের কোনো কমতি ছিল না ভক্তদের। আর সেই আগ্রহই মুক্তি পাওয়ার পর বাস্তবে রূপান্তরিত হয়। ১৫৮.৭৭ কোটি রুপির ব্যবসা করে এই সিনেমা। নারী কেন্দ্রীক গল্পের খুব অল্প সংখ্যক সিনেমাই আগে এত আয় করতে পেরেছে। নি:সন্দেহে এই ছবিটি আলিয়া ভাটের ক্যারিয়ারে নতুন আরেকটি মাইলফলক।

আন্ধাধুন

আন্ধাধুন আরেকটি ব্ল্যাক কমেডি থ্রিলার। এর মূল চরিত্রে ছিলেন টাবু আর আয়ুষ্মান খুড়ানা। তারা দুজনে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন দু’টি চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটির নির্মানে খরচ ২৫ কোটি রুপি। তবে এরই মধ্যে এটি বক্স অফিস থেকে ৭২.৩৭ কোটি রুপি আয় করেছে।

তুমহারি সুলু

সাধারণ এক গৃহিনীর গল্প নিয়ে এগিয়ে যায় তুমহারি সুলু ছবির মূল কাহিনী। যে গৃহিণী আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেন। এই ছবিটির মূল চরিত্রে ছিলেন বিদ্যা বালান। ২০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটি ৩০ কোটি রুপি আয় করার সমর্থ অর্জন করেছিল।

সিক্রেট সুপারস্টার

সিক্রেট সুপারস্টার। এই ছবিটি কোন বাণিজ্যিক ছবি নয়, তারপরেও এটি শত কোটি রুপি আয়ের চোখ দেখে। এতে খরচ হয় মাত্র ১৫ কোটি রুপি। অথচ, সিক্রেট সুপারস্টার ভারতীয় বক্স অফিস থেকে ৮১.২৮ কোটি রুপি আয় করতে সমর্থ হয়। খুব আবেগী আর শক্তিশালী এই স্টোরিলাইনটি দেশে বাইরে আরো বেশি জনপ্রিয়তা পায়।