সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিবাদে ‘ফ্যাশন শো’ বাতিল!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:০৫ পিএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার

দিল্লির জামেয়া মিল্লিয়া ইসলামিয়া ভারতের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম। এ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘XTracy’ নামে এক ‘ফ্যাশন শো ও ডাইচ গেম’ আয়োজনের সিদ্ধান্ত ছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদের মুখে কর্তৃপক্ষ এ ‘ফ্যাশন শো ও ডাইচ গেম’ বাতিল করতে বাধ্য হয়।

 

ফ্যাশন শো উপলক্ষ্যে প্রচারণামূলক পোস্টারে ছিল মেয়েদের অশ্লীল ও খোলা-মেলা ছবিতে ভরপুর।

 

বিক্ষোভ ও প্রতিবাদকারী শিক্ষার্থীদের দাবি, ‘ফ্যাশন শো ও ডাইচ গেম’ ইসলামের নীতি নৈতিকতা ও বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিরোধী কাজ। এ ধরনের অনুষ্ঠান ইসলাম বিরোধী এবং এ বিশ্ববিদ্যালয়্রে সংস্কৃতির সম্পূর্ণ পরিপন্থী।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভকারীদের হাতে একটি প্রশ্নবোধক প্লেকার্ডে দেখা যায়, আর তাতে লেখা ছিল-
‘তুমি কি জান ‘XTracy’ কী? এটা হলো ব্যাভিচার।’

Delli-1

অন্য একটি প্লেকার্ডে লেখা ছিল-
‘ফ্যাশন শো এবং যে কোনো ধরনের অনৈতিক কার্যক্রম জামেয়া মিল্লিয়া ইসলামিয়ার উত্তম আদর্শের বিপরীত।’

এ বিশ্ববিদ্যালয়ের ৩ দিনব্যাপী বার্ষিক অনুষ্ঠান উপলক্ষ্যে প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা এ ফ্যাশন শো ও খেলার আয়োজন করে।

শেষ পর্যন্ত জামেয়া মিল্লিয়া ইসলামিয়ার শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ফ্যাশন শো অনুষ্ঠানের অনুমতি বাতিল করে দিতে বাধ্য হয়।

উল্লেখ্য যে, বিক্ষোভ ও প্রতিবাদকারী শিক্ষার্থীদের দাবি, ‘কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাদের সম্পর্ক নেই। তারা জামিয়ার আদর্শ ও ইসলামের সুন্দর নীতি নৈতিকতার জন্য কাজ করে থাকে। তাই বিশ্ববিদ্যালয়ে ক্যাসিনো কিংবা র‌্যাম্প ওয়াকিং আয়োজনকে তারা সমর্থন করতে পারে না।