জাতীয় গণসংগীত উৎসব শুরু
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৫২ এএম, ৬ এপ্রিল ২০১৯ শনিবার
জাতীয় গণসংগীত উৎসব দ্বিতীয়বারের মতো আজ থেকে শুরু হয়েছে। আগামী তিন ধরে চলা এ উৎসবে সারাদেশের ৩২টি গণসংগীতের দল বিষয়ভিত্তিক গান পরিবেশন করবে।
এ ছাড়াও একক ও দলীয় গানের পাশাপাশি নৃত্য ও আবৃত্তি পরিবেশন করবেন প্রায় সাড়ে সাতশ শিল্পী। এছাড়া গণসংগীত বিষয়ক সেমিনারও থাকছে এতে।
আজ শুক্রবার বিকেল ৪টায় শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে এই উৎসবের উদ্বোধন করবেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। এতে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আর বিশেষ অতিথি থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক গোলাম কুদ্দুছ। এতে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি গণসংগীত শিল্পী ফকির আলমগীর।
গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় উৎসবের বিস্তারিত তুলে ধরেন গোলাম কুদ্দুছ।