চলচ্চিত্র দিবসের অনুষ্ঠান মাতালেন শিল্পীরা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:০৩ এএম, ৬ এপ্রিল ২০১৯ শনিবার
জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে এফডিসি আয়োজিত দুদিনব্যাপী জমকালো সাংস্কৃতি অনুষ্ঠান বৃহস্পতিবার শেষ হয়েছে । এই অনুষ্ঠানে নতুন পুরাতন শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের নজর কারে। এ আয়োজনের প্রথম দিন (বুধবার) এফডিসিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল নানা আয়োজন। এবারের প্রতিপাদ্য বিষয়, ‘চলচ্চিত্র বাঁচলে সংস্কৃতি বাঁচবে’।
এই দিন গতকাল সকাল সাড়ে ১০টায় উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রথমে এফডিসির প্রবেশ দরজার সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানোর পর ঝর্না স্পটের সামনে বেলুন ও পায়রা উড়ানোর মধ্যদিয়ে চলচ্চিত্র দিবস উদ্যাপন আয়োজনের পর্দা ওঠে।
উদ্বোধনের সময় তথ্যমন্ত্রীসহ উপস্থিত ছিলেন চলচ্চিত্র দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক সৈয়দ হাসান ইমাম, অভিনেতা ড. ইনামুল হক, আলমগীর, ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, তথ্যমন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক, এফডিসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক লক্ষণ চন্দ্র দেবনাথ, মুশফিকুর রহমান গুলজার, জায়েদ খান, সুব্রত, সম্রাট, অঞ্জনা, রোজিনা, শাহনূর, আইরিনসহ আরো অনেকে। উদ্বোধনের পর এফডিসির প্রশাসনিক ভবনের পাশে মূল মঞ্চে অতিথিরা আসন গ্রহণ করেন।
একই দিন বিকালে এফডিসির আট নম্বর ফ্লোরে চলচ্চিত্র বিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশ চলচ্চিত্রের বর্তমান অবস্থা এবং উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে দেশের চলচ্চিত্রের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে মূল প্রবন্ধ পাঠ করেন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক মতিন রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, মন্ত্রী শিল্প মন্ত্রণালয়। বিশেষ অতিথি একেএম খালিদ এএমপি, প্রতিমন্ত্রী সংস্কৃতি মন্ত্রণালয়। আলোচক ছিলেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক খোরশেদ আলম খসরু, জায়েদ খান, চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন। উপস্থাপনায় ছিলেন রোকেয়া প্রাচী।
দুদিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে আরো ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, বাংলা চলচ্চিত্র প্রদর্শন, প্রামাণ্যচিত্র প্রদর্শন, স্থির চিত্রপ্রদর্শনী, মেলা, খ্যাতিমান তারকা শিল্পীদের অংশগ্রহণে ও পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। আর এই সাংস্কৃতি অনুষ্ঠানের মঞ্চ মাতান ওমর সানী-মৌসুমী, ফেরদৌস, মাহিয়া মাহি, নিরব, ইমন,তমা, আঁচল, শিপন, বিপাশা কবির, মৌমিতা, জয় চৌধুরী,সানজু জন, রোমানা নীড় সহ এ প্রজন্মের নায়ক-নায়িকারা।
তবে এবারের চলচ্চিত্র দিবসের অনুষ্ঠানে রিয়াজ, পপি, পূর্ণিমা, আমিন খান, নিপূণ, রুবেল, অপু বিশ্বাস, বাপ্পারাজ, শাকিব খান, আরেফিন শুভ, সাইমন সাদিক, নুসরাত ফারিয়া, শবনম বুবলিসহ আরো অনেক প্রথম সারির শিল্পীরা অংশ নেননি। যদিও শাকিব খান-বুবলিসহ আরো অনেকে আগে থেকেই এই অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছিলেন।
এছাড়া এ অনুষ্ঠানে কিছু বিচ্ছিন্ন ঘটনাও ঘটে। অনুষ্ঠানের দায়িত্বে থাকা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির নিরাপত্তাকর্মীদের আচারণ নিয়েও কথা উঠেছে। মঞ্চের সামনে কম জায়গা থাকায় অনেকেই অনুষ্ঠান দেখতে পারেননি। এতে তারা হতাশা প্রকাশ করেন চলচ্চিত্রাঙ্গনের অনেকেই।