এলআরবিতে যোগ দিচ্ছেন বালাম!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:০৪ এএম, ৬ এপ্রিল ২০১৯ শনিবার
শ্রোতাপ্রিয় সঙ্গীত শিল্পী বালাম দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড এলআরবিতে যোগ দিচ্ছেন। গেল বছরের ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত এলআরবির প্রাণ পুরুষ কিংবদন্তি গিটার জাদুকর আইয়ুব বাচ্চু মৃত্যু বরণ করেন। আজ তার সৃষ্ট ব্যান্ড এলআরবির ২৮তম জন্মদিন। আইয়ুব ছাড়াই ২৮তম জন্মদিন পালন করছেন এলআরবি। এদিনে জানা গেলো কণ্ঠশিল্পী বালাম এখন থেকে এলআরবিরে হয়ে স্টেজ মাতাবেন। আজই বালামের যোগদানের বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বলে জানান এলআরবির ম্যানেজার শামীম।
শামীম জানান, আজ এলআরবির জন্মদিন। ২৮ বছর শেষ করে ২৯ বছরে পা রাখল এলআরবি। আমাদের বাচ্চু ভাইকে ছাড়াই ২৮তম জন্মদিন পালন করা হচ্ছে। বিষয়টি আমাদের জন্য অনেক কষ্টের। রাজধানীর একটি রেস্টুরেন্টে ছোট্ট পরিসরে সেলিব্রেশন করবো। ওই সময়েই এলবালটির বোকাল হিসেবে বালামের নাম ঘোষণা করা হবে।
শামীম আরো জানান, বাচ্চু ভাইয়ের ভালোবাসা নিয়েই এগিয়ে যাচ্ছি আমরা। উনি হয় তো ফিজিক্যালি নেই আমাদের মাঝে, কিন্তু উনার সব কিছুই আছে আমাদের সঙ্গে। আমরা বিশ্বাস করি ওপারে থেকে তিনি আমাদের দেখছেন।
এলআরবি’র পুরো নাম লাভ রান্স ব্লাইন্ড। শুরুতে ব্যান্ডটির নাম রাখা হয়েছিল ‘লিটল রিভার ব্যান্ড’। আরো পরে এই নামটিও পরিবর্তন হয়ে এখন হয়েছে ‘লাভ রান্স ব্লাইন্ড’।