সোমবার   ১৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেলি সামাদ যেসব ছবিতে অভিনয় করেছেন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:২৭ পিএম, ৬ এপ্রিল ২০১৯ শনিবার

সত্তর দশক থেকে টেলি সামাদকে পর্দায় দেখেছেন দর্শকরা। তিনি অসংখ্য চলচ্চিত্র-নাটকে নানা ধরনের চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকের মনে দাগ কেটেছে।

 

নিজের অভিনয় শৈলি দিয়ে দর্শকদের বিনোদন ও হাসিতে সারাক্ষণ মাতিয়ে রেখেছেন তিনি। পেয়েছেন তুমুল জনপ্রিয়তা।

 

ঢালিউড চলচ্চিত্রের অত্যন্ত শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ ১৯৪৫ সালের ৮ জানুয়ারী, মুন্সীগঞ্জের নয়াগাঁও এলাকায় জন্মগ্রহণ করেন।

তিনি সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা তার বড়ভাই বিখ্যাত চারুশিল্পী আব্দুল হাইয়ের পদাঙ্ক অনুসরণ করে পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়।

 

১৯৭৩ সালে ‘কার বউ’ দিয়ে তার চলচ্চিত্রে আগমন হয়। চার দশকে প্রায় ৬০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়া তিনি জিরো ডিগ্রী, কুমারী মা, সাথী হারা নাগিন, মায়ের চোখ, আমার স্বপ্ন আমার সংসার, রিকশাওয়ালার ছেলে, মন বসে না পড়ার টেবিলে, কাজের মানুষ, মায়ের হাতে বেহেস্তের চাবি, কে আমি, কেয়ামত থেকে কেয়ামত, মিস লোলিতা, নতুন বউ, মাটির ঘর, নাগরদোলা, গোলাপী এখন ট্রেনে, অশিক্ষিত, জয় পরাজয়, সুজন সখী, চাষীর মেয়ে, রঙিন রূপবান, ভাত দে সহ অংসখ্য ছবিতে অভিনয় করেছেন।

 

বিটিভির ক্যামেরাম্যান মোস্তফা মামুন আবদুস সামাদ বাদ দিয়ে টেলি সামাদ নামটা দিয়েছিলেন। সেই থেকেই তাকে সবাই টেলি সামাদ নামেই চেনে।