রেবতী মোহন পাইলট স্কুলে গভর্নিং বডির নির্বাচন; অনিয়মের অভিযোগ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:০৫ পিএম, ৭ এপ্রিল ২০১৯ রোববার
সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গর্ভনিং বডির নির্বাচন কিন্তু নীতিমালা অনুসরণ না করে তফসিল ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আগামী রবিবার থেকে মঙ্গলবার মনোনয়ন পত্র ক্রয় ও জমা, বুধবার মনোনয়ন পত্র বাছাই ও বৃহস্পতিবার প্রত্যাহারের দিন ধার্য্য করা হয়েছে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২২ এপ্রিল সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। অভিভাবক প্রতিনিধিসহ ৮টি পদে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ নূর ইসলাম স্বাক্ষরিত একটি নোটিশে জানা যায়, মনোনয়ন পত্র ক্রয় ১ হাজার টাকা ও জামানত বাবদ ৮ হাজার টাকা ধার্য্য করা হয়েছে। এসময় ভোটার তালিকার জন্য আরও ৫শ টাকা ধার্য্য করা হয়েছে।
তফসিল ঘোষণা করার পর থেকে অভিভাবকদের মাঝে উৎসাহ দেখা গেলেও নির্বাচনের নীতি মালা অনুসরণ করা হয়নি মর্মে অভিযোগ উঠেছে। শিক্ষা মন্ত্রণালয়ের গভর্নিং বডি নির্বাচনের নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠান প্রধান একজন প্রিজাইডিং অফিসার নিয়োগের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরারব লিখিত আবেদন করে অনুরোধ করবেন।
এরপর প্রতিষ্ঠানের ভোটার তালিকায় অন্তর্ভূক্ত নন এমন কোন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তাকে প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ করবেন। অত্র নির্বাচনের ক্ষেত্রে এমন কোন বিধান মানা হয়নি বলে একাধিক অভিভাবক ও মনোনয়ন প্রত্যাশী দাবি করেছেন।
বিদ্যালয়ের অধ্যক্ষের স্বাক্ষরিত তফসিলটি একটি সাদা কাগজে হাতে লেখা। এতবড় প্রতিষ্ঠানের লেটার হেড প্যাড থাকা সত্বেও কেন প্রতিষ্ঠান প্রধান প্যাড ব্যবহার করেননি, এনিয়েও প্রশ্ন সকলের মুখে মুখে।