নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে বসত ঘরে আগুন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:১৮ পিএম, ৭ এপ্রিল ২০১৯ রোববার
নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনে পুড়েছে একটি বসত ঘর। শনিবার (৬ এপ্রিল) সকালে নাসিক ২নং ওয়ার্ডস্থ মিজমিজি দক্ষিণপাড়ার মমতাজ বেগমের বসত ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘরের টাকা-পয়সা সহ সব আসবাবপত্র ও জিনিসপত্র আগুনে পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসলেও পানি দেওয়ার মেশিনে যান্ত্রিক ত্রুটি থাকায় আগুন নেভাতে পারেনি। পরে এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৬ এপ্রিল) সকাল ৯টায় আগুনের সূত্রপাত। মমতাজ বেগম তখন বাসার বাহিরে ছিলো, বিকট শব্দ শুনে ঘরের সামনে গেলে খাটের উপর আগুন দেখতে পায় মমতাজ বেগম।
সাথে সাথে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।
প্রায় এক ঘন্টা পর ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে এসে পৌঁছায়। পাম্প বিকল থাকায় ফায়ার সার্ভিস এসেও আগুন নেভাতে পারেনি। পরে এলাকাবাসীর চেষ্টায় আগুন নেভানো হয়।
ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার শাহাজাহান জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে।