রূপগঞ্জে পোস্টার লাগানো নিয়ে আ.লীগের উপর বিএনপির হামলা
রূপগঞ্জে প্রতিনিধি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:৩৮ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা সদরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর ফলে আওয়ামী লীগের অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘কায়েতপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ এবং যুবলীগের নেতাকর্মীরা রূপগঞ্জ থানার পাশে নির্বাচনী পোস্টার লাগানো শেষ করে চলে যায়। পরে ছাত্রদলের কর্মীরা এসে পোস্টারগুলো ছিঁড়ে ফেলে। এই খবর স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে পৌছালে তার সেই এলাকায় যায়া।
পর ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় যুবদল,ছাত্রদলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র এবং অত্যাধুনিক মারণাস্ত্র নিয়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা চালায়। এর ফলে সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে স্থানীয় ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা একসঙ্গে মিলিত হলে ছাত্রদলের নেতাকর্মীরা বোমা ফাটিয়ে চলে যায়।
নারায়ণগঞ্জ পুলিশ সুপারের মিডিয়া বিষয়ক কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌছালে উভায় পক্ষের নেতাকর্মীরা সরে যায়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।