এইচএসসি পরীক্ষার ২০১৯
এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৪৩ এএম, ৯ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

পবিত্র শবে বরাতের কারণে চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার পাঁচ দিনের সময়সূচি পরিবর্তন করেছে সরকার।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মো. জিয়াউল হক। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো বিজ্ঞপ্তি জারি করেছে।
পরিবর্তিত সূচি অনুযায়ী, আগামী ১৭ এপ্রিলের পরীক্ষাগুলো ৯ মে বিকেল, ১৮ এপ্রিলের পরীক্ষা ১১ মে বিকেল ও ২২ এপ্রিলের পরীক্ষা ১২ মে বিকেলে নেয়া হবে। এছাড়া ৪ মে ও ৬ মের পরীক্ষা একই দিন সকালের পরিবর্তে বিকেলে নেয়া হবে।
জিয়াউল হক বলেন, শবে বরাতের কারণে এক দিনের এবং পরীক্ষাগুলো পাশাপাশি পড়ে যাওয়ায় শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে অন্য চার দিনের পরীক্ষা সূচি পরিবর্তন করা হয়েছে।
২০১৯ সালের বর্ষপঞ্জিতে ২১ এপ্রিলকে পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণ করে পরীক্ষার সময়সূচি করা হয়েছিল। কিন্তু চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র শবে বরাত অনুষ্ঠিত হবে ২২ এপ্রিল। এ কারণে ওইদিনের পরীক্ষা পেছানো হয়েছে।
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ১ এপ্রিল থেকে। আগামী ১১ মে এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও এখন তা শেষ হবে ১২ মে। আর ১২ থেকে ২১ মের মধ্যে হবে ব্যবহারিক পরীক্ষা।