জোর করে প্যারোল দেয়া যায় না: আইনমন্ত্রী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:০২ এএম, ৯ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
দীর্ঘদিন কারাগারে থেকে অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্যারোলে মুক্তির জন্য আবেদন করতে হয়, না চাইলে সরকার কাউকে জোর করে প্যারোল দিতে পারে না।
সোমবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, কারাবন্দি অবস্থায় কেউ যদি অসুস্থ থাকেন কিংবা জরুরি প্রয়োজন হয়, তবে প্যারোলে আবেদন করতে হবে। আবেদন করলে সরকার সেটি বিবেচনা করবে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে বলেছেন, যৌক্তিক কারণ দেখিয়ে আবেদন করা হলে খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেয়ার বিষয়ে সরকার বিবেচনা করবে।