সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

দেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে সহযোগিতা করবে আইটিইউ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৫১ পিএম, ৯ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে সহযোগিতার হাত বাড়াবে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ)।

৮ এপ্রিল, সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বৈঠককালে এ আশাব্যক্ত করেছেন আইটিইউয়ের মহাসচিব হুলিন ঝোও। সুইজারল্যান্ডে অবস্থিত সংস্থাটির সদর দপ্তরে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষা, স্বাস্থ্যখাত ও কর্মসংস্থান সৃষ্টিতে তথ্যপ্রযুক্তির ব্যবহার তথা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্য অর্জনে আইটিইউ কীভাবে সহযোগিতা করতে পারে এসব বিষয় নিয়ে উভয়ের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয় ।

প্রতিমন্ত্রী পলক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল পর্যায় পর্যন্ত ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইনফো সরকার প্রকল্প -৩, কানেক্টেড বাংলাদেশ প্রকল্প, শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রকল্পসহ সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা আইটিইউ মহাসচিবের কাছে তুলে ধরেন।

এ সময় বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে আইটিইউ সহযোগিতা করবে বলে জানান হুলিন ঝোও।