৪ দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপন করবে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:২৯ পিএম, ৯ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
বাংলা নববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট ৪ দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপন করবে।
পহেলা বৈশাখ রবিবার (১৪ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় শুরু হবে দেওভোগের শেখ রাসেল পার্কে প্রভাতী অনুষ্ঠান।
বিকেল সাড়ে তিনটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় পৌর শহীদ মিনার ও আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে একযোগে বৈশাখকে স্বাগত জানিয়ে সংগীত, আবৃত্তি, নৃত্য ও নাট্যানুষ্ঠান পরিবেশিত হবে।
২ বৈশাখ সোমবার (১৫ এপ্রিল) বিকেলে আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে জোটভূক্ত সংগঠন সমূহের আয়োজনে থাকবে সংগীত, আবৃত্তি, নৃত্য ও নাট্যানুষ্ঠান।
৩ বৈশাখ মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার প্রাচ্যনাট প্রযোজিত নাটক ‘সার্কাস সার্কাস’ ও ৬ বৈশাখ শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার ম্যাড থিয়েটার প্রযোজিত নাটক ‘নদ্দিউ নতিম’ মঞ্চস্থ হবে আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে।
মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ সাংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।