ভুটানের প্রধানমন্ত্রীকে নিয়ে হাজারো কণ্ঠে বর্ষবরণ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:২৭ পিএম, ১০ এপ্রিল ২০১৯ বুধবার
১৪ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে ৮ম বারের আয়োজন করতে যাচ্ছে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান ‘লিভার আয়ুশ হাজরও কণ্ঠে বর্ষবরণ ১৪২৬’। রেজওয়ানা চৌধুরী নেতৃত্বে বাংলা নববর্ষকে বরণ করে নিতে চ্যানেল আই ও সুরের ধারা আয়োজিত এই অনুষ্ঠান ঐদিন প্রভাতের প্রথম থেকে শুরু হবে।
এ উপলক্ষে ইউনিলিভার, সুরের ধারা ও চ্যানেল আই’র আয়োজনে যৌথভাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বর্ষবরণ উৎসবের বিস্তারিত ব্যাখ্যা করেন সুরের ধারার চেয়ারম্যান ও বর্ষবরণ উৎসবের উদ্যোক্তা রেজওয়ানা চৌধুরী বন্যা।
তিনি বলেন, প্রতি বছর অনেক শিল্পীকে ফিরিয়ে দিতে হচ্ছে। কারণ, এক হাজারের বেশি শিল্পী অংশ নেয়ার সুযোগ নেই। তবে দশম বর্ষ থেকে পনের’শ শিল্পীর অংশগ্রহণে বর্ষবরণ উদ্যাপন করবো। এবারের মেলায় ভুটানের প্রধানমন্ত্রী লোতে শেরিং স্বস্ত্রীক উপস্থিত থাকবেন। তিনি পড়ালেখা করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে। তিনি বাংলা বলতে পুরোপুরি পারেন এবং বোঝেন। প্রতি বছরই বর্ষবরণ উৎসবের একটা প্রতিপাদ্য থাকে। এবারের প্রতিপাদ্য ‘লোকজ সুরে বাংলা গান’।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু এবং ইউনিলিভার বাংলাদেশ লি.-এর মার্কেটিং ডিরেক্টর নাফিস আনোয়ার।
সংবাদ সম্মেলনে বক্তরা জানান, ‘বর্ষবরণ-এর মূল উদ্দেশ্য বাংলাদেশের কৃষ্টি কালচারকে বিশ্বে তুলে ধরার পাশাপাশি সুন্দর স্বপ্ন, সুন্দর আগামী ও বাংলাদেশের মঙ্গল কামনা করা।’
ফরিদুর রেজা সাগর ৮ম বারের মতো অনুষ্ঠিতব্য বর্ষবরণ সম্পর্কে বলেন, বছরের প্রায় ছয়মাস সময়জুড়েই রেজওয়ানা চৌধুরী বন্যা বাংলা বর্ষ বরণের এই আয়োজনকে ঘিরে ব্যস্থ সময় পার করেন। এ আয়োজনকে সফল করতে রেজওয়ানা চৌধুরী বন্যার নানান আবদার, চ্যানেল আই বরারবই পালন করার যথাসম্ভব চেষ্টা করে আসছে। বর্ষবরণ উৎসবটা সামনে থেকে দেখার অনুরোধ রইল সকলের প্রতি। সেদিন সকলেই সকাল থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে আসবেন, চ্যানেল আইয়ের সাথে থাকবেন।
বর্ষবরণ উৎসবের সাথে ইউনিলিভারের সম্পৃক্ততা সম্পর্কে নাফিস আনোয়ার বলেন, আসলে বর্ষবরণ আয়োজনটির আনন্দটা কেমন সামনে থেকে না দেখলে বুঝানো যাবে না। সকলের প্রতি আমার আগাম ও আন্তরিকভাবে আমন্ত্রণ রইল বর্ষবরণ উৎসবে আসবেন। এবছর আমাদের নতুন আয়ূবেদিক ব্র্যান্ড ‘লিভার আয়ুশ‘কে বর্ষবরণ’ উৎসবের সাথে সম্পৃক্ত করেছি। অনুষ্ঠান স্থালে ‘লিভার আয়ুশ’-এর একটি এক্সপেরিয়েন্স জোন থাকবে, আপনারা আসবেন। এ আয়োজনের সাথে আগামীতেও ইউনিলিভারের সম্পৃক্ততা থাকবে।
বর্ষবরণ উৎসবে থাকবে দেশের জনপ্রিয় নবীন ও প্রবীন শিল্পীদের পরিবেশনার পাশাপাশি চ্যানেল আই সেরাকণ্ঠ, ক্ষুদেগানরাজ, গানের রাজা ও বাংলার গানের শিল্পীরা। নৃত্য পরিবেশন করবেন চ্যানেল আই সেরা নাচিয়ের শিল্পীরা। আরো পরিবেশিত হবে একদল তরুণীর অংশগ্রহণে ফ্যাশন শো ও মঙ্গল শোভা যাত্রা। মেলার স্টলগুলো শোভা পাবে বাঙালির হাজার বছরের বিভিন্ন ঐতিহ্যের উপাদান, বৈশাখের হরেক রকম পণ্য সামগ্রী।
আরো থাকবে পিঠা-পুলি, মাটির তৈরি তৈজস, বেত, কাঁথা, পিতল, পাট-পাটজাত দ্রব্যের জিনিসপত্রসহ রকমারি ও ঐতিহ্যসমৃদ্ধ নানান পণ্য সামগ্রী। বর্ষবরণ উৎসব বিকেল ২টা পর্যন্ত চ্যানেল আই সরাসরি স¤প্রচার করবে। পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু।
একই স্থানে ১৩ এপ্রিল সন্ধ্যায় অনুষ্ঠিত হবে রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে ‘চৈত্র সংক্রান্তি বা বর্ষবিদায় উৎসব। চৈত্র সংক্রান্তিতে অংশ নিবে শিশুশিল্পীরাসহ সব বয়সী শিল্পীরা। শিল্পীরা মধ্যরাত পর্যন্ত পরিবেশন করবেন সম্মেলক সংগীত, একক সংগীত, আবৃত্তি, নৃত্য ও নৃত্যনাট্য।