জাপানে তাবলিগের মুরব্বি মাওলানা যুবায়েরের অপারেশন সম্পন্ন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:৩৭ পিএম, ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার
তাবলিগ জামাতের অন্যতম মুরব্বী ও কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুহাম্মাদ যুবায়ের জাপানের ইয়ামাগাতা সাকোরাচু হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। । গতকাল মঙ্গলবার দীর্ঘ ৫ ঘণ্টা অপারেশনে তার হার্টে দুটি এনজিওপ্লাস্টিক সম্পন্ন হয়।
মাওলানা যুবায়ের চলতি মাসের ৪ এপ্রিল (বৃহস্পতিবার) চিকিৎসার জন্য জাপানের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। হার্টের অপরাশেনের পর তিনি সুস্থ আছেন। তবে এখনো তাকে কেবিনে পাঠানো হয়নি। তিনি সেখানে বিশেষজ্ঞ ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
উল্লেখ্য যে, মাওলানা জুবায়ের ২০০৮ সাল থেকে হৃদরোগে আক্রান্ত। দুই দফায় তার হার্টে একাধিক বার রিং পরানো হয়। গতকাল ৯ এপ্রিল তার হার্টের অপারেশন সম্পন্ন করা হয়।
তিনি গত শুক্রবার জাপানের টোকিও মারকাজে বয়ান পেশ করেন। অতঃপর ৮ এপ্রিল সোমবার জাপানের ইয়ামাগাতা সাকোরাচু হাসপাতালে ভর্তি হন। তার ছেলে মাওলানা হানজালা হজরতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।