‘স্বপ্ন গড়তে এসেছি, ধর্ষিত হতে নয়’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:০৬ পিএম, ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার
বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্রীকে যৌন নিপীড়নে অভিযুক্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান আক্কাস আলীকে স্থায়ীভাবে অপসারণের দাবিতে চলা আন্দোলনের পঞ্চম দিনে বৃহস্পতিবার চোখে কালো কাপড় বেঁধে অবস্থান ধর্মঘট করেছেন শিক্ষার্থীরা।
সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের ৪র্থ তলার সিএসই বিভাগের সামনে এসব কর্মসূচি পালন করা হয়।
এসময় ক্লাস-পরীক্ষা বর্জন করে কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থীরা। এসময় ‘লুইচ্ছা আক্কাসের ঠিকানা এই ক্যাম্পাসে আর না/ ছদ্মবেশী শিক্ষক, রক্ষক নামে ভক্ষক/ স্বপ্ন গড়তে এসেছি, ধর্ষিত হতে নয়’ এমন সব স্লোগান লেখা প্লাকার্ড প্রদর্শন করে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করা হয়।
অপরদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা তাদের সুরক্ষার দাবিতে ক্যাম্পাসে গণস্বাক্ষর কর্মসূচিও অব্যাহত রাখেন। দাবি না মানা পর্যন্ত এসব কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এরআগে, দুই শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে গত রোববার থেকে শিক্ষার্থীরাও ওই শিক্ষকের অপসারণের দাবিতে আন্দোলনে নামে। এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষককে তার বিভাগীয় প্রধানের পদ থেকে ইতোমধ্যে অব্যাহতি দেয়া ছাড়াও ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। এই কমিটি ইতোমধ্যে তাদের তদন্ত কার্যক্রম শুরু করেছেন। আগামী সোমবার তদন্ত রির্পোট পেশ করার কথা রয়েছে।