নারায়ণগঞ্জে চালকদের ঘুম ভাঙাতে গিয়ে দুর্ঘটনায় নিহত এসআই
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:২৮ পিএম, ১২ এপ্রিল ২০১৯ শুক্রবার
যানজটে আটকে পড়া গাড়ির চালকদের ঘুম ভাঙাতে গিয়ে নারায়ণগঞ্জের বন্দরে কাভার্ডভ্যানের চাপায় হাইওয়ে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। তাঁর নাম ফরিদ আহমেদ (৩৮)। আজ শুক্রবার ভোরে মালিবাগ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
ফরিদ আহমেদের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাটে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইয়ুম জানান, গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটে আটকা পড়ে ঢাকাগামী গাড়ির চালকেরা ঘুমিয়ে পড়েন। ভোরে একে একে চালকদের ঘুম ভাঙিয়ে গাড়িগুলো সচল করছিলেন এসআই ফরিদ।এ সময় ভোর সাড়ে পাঁচটার দিকে মালিবাগ এলাকায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান এসআই ফরিদ আহমেদকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যান রেখে চালক পালিয়ে যান।
ফরিদ আহমেদ ২০০০ সালে কনস্টেবল হিসেবে পুলিশে যোগ দেন। গত বছর কাঁচপুর হাইওয়ে পুলিশে যোগ দেন তিনি।