বন্দরে কার্ভাডভ্যান চাপায় পুলিশের এসআই নিহত
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৩৯ এএম, ১৩ এপ্রিল ২০১৯ শনিবার
বন্দর উপজেলায় কার্ভাডভ্যান চাপায় ফরিদ আহম্মেদ (৩৮) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।
শুক্রবার ভোরে সাড়ে পাঁচটার দিকে উপজেলার মালিবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফরিদ আহম্মেদ ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে থানায় পুলিশের উপপরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি হবিগঞ্জের চুনারুঘাট থানা গোড়ারুপ এলাকার মানিক জমাদদারের ছেলে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) কাইয়ুম আলী সরদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর মালিবাগ এলাকায় দায়িত্ব পালন করছিলেন।
এ সময় ঢাকাগামী একটি কার্ভাডভ্যান চাপা দিলে আহত অবস্থায় তাকে স্থানীয় বন্দর উপজেলা স্বাস্থ্যে কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় কার্ভাডভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
তিনি জানান, নিহত ফরিদ আহম্মেদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিজ বাড়িতেই তার জানাজা ও দাফনকার্য সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, ফরিদ আহম্মেদ ২০১৮ সালে কাঁচপুর হাইওয়ে থানায় পুলিশের উপপরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২০০০ সালে পুলিশের কনস্টেবল হিসেবে যোগদান করেন।