সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

গুগলে থাকা ফোন নম্বর ব্যাপআপ নেবেন যেভাবে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২০ এএম, ১৩ এপ্রিল ২০১৯ শনিবার

অনেকেই গুগল বা জিমেইল আইডির সঙ্গে সিনক্রোনাইজ করে রাখেন স্মার্টফোনে থাকা ফোন নম্বরগুলো। এ কারণে ফোন হারিয়ে গেলেও নম্বর হারানোর কোনো ভয় থাকে না।  তবে অনেক সময় আইডি হ‍্যাক হলে বা কিংবা পাসওয়ার্ড ভুলে গেলে জিমেইল আইডিটি হারিয়ে যেতে পারে। তাই গুগলে থাকা ফোন নম্বরগুলো চাইলে অফলাইনে ব‍্যাকআপ হিসেবে রেখে দিতে পারেন।

এই সুবিধা পেতে প্রথমে আপনাকে জিমেইল লগইন করতে হবে। তারপর গুগলে সেভ থাকা ফোন নম্বরগুলো প্রদর্শিত হবে। সেখান থেকে যে কোনো একটি ফোন নম্বরের বাম পাশে কার্সর নিয়ে একটি বক্সে ক্লিক করে তা নির্বাচন করতে হবে।

 

 

তারপর উপরে ‘1 selected’ নামে একটি অপশন প্রদর্শিত হবে। সেখান থেকে নম্বরগুলো নির্বাচন করে ডান সাইড থাকা তিনটি ডট আইকেন ক্লিক করে ‘export’ অপশনে ক্লিক করতে হবে।

 

 

এরপর নতুন একটি পপআপ দেখা যাবে। সেখান থেকে ‘google csv’ অপশনটি নির্বাচন করে ‘export’ বাটনে ক্লিক করতে হবে। এছাড়া আইওএস ও আউটসলুক ডিভাইসের ফোন নম্বরগুলো নিতে চাইলে নিচে থাকা অপশনগুলো প্রয়োজন অনুযায়ী নির্বাচন করে ‘export’ বাটনে ক্লিক করতে হবে। এভাবে গুগলে থাকা ফোন নম্বরগুলো অফলাইনে ব‍্যাকআপ নেয়া যাবে।