রোলেক্স ঘড়ির আকাশছোঁয়া দামের রহস্য!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৪৪ এএম, ১৩ এপ্রিল ২০১৯ শনিবার

হাতঘড়ি ব্র্যান্ডের মধ্যে শীর্ষে রয়েছে রোলেক্স। এর দামও আকাশছোঁয়া। আর যারা হাত ঘড়ি ব্যবহার করেন, তাদের পছন্দ তালিকার শীর্ষে রয়েছে এই কোম্পানির ঘড়ি। তবে আকাশছোঁয়া দামের কারণে অনেকের এই ঘড়ি ব্যবহার করা স্বপ্নই থেকে যায়। এর পেছনে রয়েছে এক সাদামাটা রহস্য!
জানা যায়, রোলেক্স ঘড়ির মধ্যে ভিনটেজ একটির দাম প্রায় ১৫ কোটি টাকা। এছাড়া সাবমেরিনার মডেলের সবচেয়ে কম দামে যে ঘড়িটি পাওয়া যায়, এর দামও ৫ হাজার ডলার বা চার লাখ ২৫ হাজার টাকা।
রোলেক্স কোম্পানির ঘড়ির এত বেশি দাম হওয়ার মূল কারণ হলো- এই ঘড়ি বানাতে এক বছরের মতো সময় লাগে। এছাড়া অনেক পরীক্ষা-নিরীক্ষা করার পরই তা বাজারে ছাড়া হয়। আর বিক্রি হয়ে যাওয়ার পর রোলেক্স বেশ লম্বা সময় ধরে ব্যবহারকারীদের ভালো সার্ভিস দিয়ে থাকে।
নির্মাতারা জানান, রোলেক্স ঘড়ি হাতে পরলে খুলে যাবে কিনা তা অসখ্যবার বিক্রির আগে পরীক্ষা করা হয়। একটি রোলেক্স ঘড়ি অনায়াসে পাঁচ থেকে ৩০ বছর পর্যন্ত ব্যবহার করা যায়। আর খুব যত্নসহকারে ব্যবহার করলে ১০০ বছরেও এর কিছু হয় না বলে নির্মাতাদের দাবি।