সোহানা সাবার ভিন্নধর্মী উদ্যোগ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:০০ এএম, ১৩ এপ্রিল ২০১৯ শনিবার
অভিনেত্রী সোহানা সাবা ইলিশ বাঁচাতে এবার ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন। যেটি রীতিমতো সাড়াও ফেলেছে নেট দুনিয়ায়। সাবার এমন উদ্যোকে অনেকেই সাধুবাদ জানাচ্ছেন। অনেকেই সাবার কথা মিল রেখে ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছে।
সম্প্রতি হ্যাশট্যাগ ‘সেভইলিশ-সেভআওয়ারপ্রাইড’ একটি ভিডিও বার্তা ফেসবুকে শেয়ার করেন সাবা। এরপরেই ভিডিওটিছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে সোহানা সাবা বলছেন- বছরের এই প্রথম দিন/সবাই মিলে শপথ নিন/সংযমী হয়ে এই দিন/ইলিশ পাব বহুদিন।
এ বিষয়ে জানা গেছে, এই বিশেষ উদ্যোগটি সাবা গড়া এনজিও ‘উজান’-এর পক্ষে জনসচেতনতা তৈরির অংশ হিসেবে করা হয়েছে। এই ভিডিওর সঙ্গেও বিভিন্নজনকে যুক্ত করেছেন তিনি।
বিষয়টি নিয়ে সোহানা সাবা বলেন, পহেলা বৈশাখ এলেই ইলিশ খাওয়ার ধুম পড়ে। এই ধারা বেশি দিন আগের নয়। এক গবেষণার মাধ্যমে জেনেছি, পহেলা বৈশাখে ২০-৩০ মেট্রিক টন ইলিশ খাওয়া হয়। জুলাই-আগস্ট-সেপ্টেম্বর ইলিশের ভরা মৌসুম, এ সময় যত খুশি তত ইলিশ খাওয়া যেতে পারে। কিন্তু এখন সময়টা ইলিশের প্রজননের, অপরিকল্পিতভাবে এই পরিমাণ ইলিশ খেলে একটা সময় হয়তো আমরা বাংলাদেশের এই প্রাকৃতিক সম্পদ হারিয়ে ফেলব। মানুষকে এ বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই উদ্যোগ নেয়া।।আশা করছি সাধারণ মানুষও আমাদের সঙ্গে সাড়া দেবে।
মূলত জেলেদের নিয়ে কাজ করছে সোহানা সাবার ‘উজান’। ‘ইলিশ বাঁচাও’ আন্দোলনই তাদের প্রথম উদ্যোগ। এই এনজিও ভবিষ্যতে আরো কিছু দরকারি বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করবে বলে জানান এই অভিনেত্রী।
সোহানা সাবা নাচের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে নাটক ও চলচ্চিত্রে কাজ করে প্রশংসিত হন। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে-খেলা ঘর, চন্দ্রগ্রহণ, প্রিয়তমেষু, বিহন্নলা।