সোমবার   ১৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৩ ১৪৩১   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইত্যাদি নয়, বৈশাখে ভিন্ন অনুষ্ঠানে হানিফ সংকেত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০১ এএম, ১৩ এপ্রিল ২০১৯ শনিবার

দেশের বিনোদন অঙ্গনের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব হানিফ সংকেত। আশির দশক থেকে শুরু করে প্রায় দুই যুগ ধরে তিনি বাংলাদেশের জনগনকে বিটিভিতে প্রচারিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে আনন্দ দিয়ে যাচ্ছেন। এই বৈশাখে তিনি ইত্যাদিতে নয় দর্শকদের অন্য একটি অনুষ্ঠানে অন্য একটি চ্যানেলে হাজির হচ্ছেন তিনি। 

তবে বরাবরের মতো এই অনুষ্ঠানটিও নির্মিত হয়েছে হানিফ সংকেতের প্রযোজনা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটির শিরোনাম পাঁচফোড়ন। এটি সাজানো হয়েছে টকশোর আঙ্গিকে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই বন্ধুর মধ্যে সমসাময়িক বিভিন্ন বিষয় বিশেষ করে নববর্ষ, বৈশাখী মেলা এসব নিয়ে মজার মজার আলোচনা হতে থাকে। দুই বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন অভিনয়শিল্পী মীর সাব্বির ও সাজু খাদেম। 

এবারের পাঁচফোড়নে মূল গান রয়েছে ৩টি। নববর্ষ নিয়ে একটি গান গেয়েছেন শিল্পী প্রতিক হাসান। আরেকটি গেয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শুভ্রদেব। একটি দ্বৈত সঙ্গীত গেয়েছেন দিনাত জাহান মুন্নি ও পলাশ। অনুষ্ঠানে আরো তুলে ধরা হবে দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত বেশ ক’টি ঐতিহ্যবাহী বটগাছের ওপর তথ্যবহুল প্রতিবেদন। 

 

এছাড়াও লোকসঙ্গীতের একটি অন্যতম উপাদান বাঁশের বাঁশি ও ঢোল নিয়েও রয়েছে একটি প্রতিবেদন। এর বাহিরে বাঁশের তৈরি বিভিন্ন পণ্যসামগ্রীর ওপর রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। পাশাপাশি বৈশাখের ওপর বেশ ক’টি ব্যাঙ্গাত্মক এবং রসাত্মক নাট্যাংশ রয়েছে। 

পাঁচফোড়ন অনুষ্ঠানটি পহেলা বৈশাখে রাত ৮টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত হবে।