রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় আরআরএফর ভূ‌মিকা অপ‌রিসীম

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ১৩ এপ্রিল ২০১৯ শনিবার

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর মহাসচিব এম শাহাদাত হোসেন তসলিম বলেছেন, গত কয়েক বছরে বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রভূত উন্নতি সাধিত হয়েছে। এখন প‌ত্রিকার পাতা খুল‌লে হজ ব্যবস্থাপনা নি‌য়ে আগের ম‌তো অ‌নিয়ম ও দুর্নী‌তি সংক্রান্ত নে‌তিবাচক প্র‌তি‌বেদন প্রকাশিত হ‌তে দেখা যায় না।

‌তি‌নি ব‌লেন, হজ ব্যবস্থাপনার সামগ্রিক উন্নতির নেপথ্যে ধর্ম মন্ত্রণালয় ও হাবসহ সং‌শ্লিষ্ট সবার পাশাপা‌শি রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম (আরআরএফ) সদস্যদের ভূমিকাও অপরিসীম। তারা হজ ব্যবস্থাপনা বিভিন্ন ভুল-ত্রুটি তুলে ধরে প্রতিবেদন প্রকাশ ও প্রচার করায় তা ধর্ম মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সবার নজরে এসেছে। ভুল-ত্রুটি সংশোধন করে হজ ব্যবস্থাপনা ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হয়েছে ব‌লে মন্তব্য ক‌রেন তি‌নি।

শুক্রবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম (আরআরএফ) এর গেট টুগেদার ২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আরআরএফ সভাপ‌তি ফয়েজ উল্লাহ ভূঁইয়ার সভাপতি‌ত্বে ও উবায়দুল্লাহ বাদলের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন বাংলাদেশ হজ যাত্রী কল্যাণ পরিষদের সভাপতি ড. আব্দুল্লাহ আল নাসের ও মাওলানা ফজলুর রহমান।