আর কেউ রইল না আব্দুর রহিমের
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:১৪ পিএম, ১৩ এপ্রিল ২০১৯ শনিবার
নারায়ণগঞ্জের ফতুল্লা গিরিধারা এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাসহ তিন সন্তানেরই মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টায় বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সর্বশেষ মৃত্যু হয় ফারিয়া আক্তারের (৯)। ফলে তিন সন্তানসহ স্ত্রী হারালেন আব্দুর রহিম।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল। তিনি জানান, ফারিয়ার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে, গত ৮ এপ্রিল মারা যায় মা ফাতেমা আক্তার (৩৫), তার ৯৪ শতাংশ দগ্ধ হয়েছিল। ৭ এপ্রিল মারা যায় সাফওয়ান (৫), তার ৯৭ শতাংশ দগ্ধ হয়েছিল। আর ১১এপ্রিল মারা যায় সাইফ আলি রাফি (১১), তার ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল।
রাফি ও ফারিয়া স্থানীয় ডি-লাইট স্কুলে ৫ম ও ৪র্থ শ্রেণিতে পড়াশুনা করতো।
দগ্ধ ফাতেমা জানিয়েছিল, তাদের বাসা ফতুল্লা গিরিধারা আবাসিক এলাকায়। ৬ষ্ঠ তলা বাসার চতুর্থ তলায় থাকতো তারা। গ্যাসলাইন না থাকায় রান্নায় সিলিন্ডার ব্যবহার করতে হতো। হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তারা তারা চারজনই দগ্ধ হয়।
প্রতিবেশী আলী আকবর জানান, গত ৬ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে বাসায় বিকট শব্দ হয়। পরে চার তলায় গিয়ে তিনি দেখেন চারজন দগ্ধ অবস্থায় পরে আছে। পরে তাদের উদ্ধার করে বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।
বাবা আব্দুর রহিম জানায়, তাদের গ্রামের বাড়ি নোয়াখালি জেলার চাটখিল উপজেলায়। একটি কোম্পানিতে চাকরি করতেন। ঘটনার সময় অফিসে ছিলেন তিনি।