রকস্টারের কনসার্টে এফডিসি মাতোয়ারা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:১০ এএম, ১৫ এপ্রিল ২০১৯ সোমবার
এফডিসিতে অনুষ্ঠিত হয়েছে দুদিন ব্যাপী ‘ক্র্যাক প্লাটুন’ ব্যান্ডের কনসার্ট। শুনতে আজব ঠেকলেও তা একদমই সত্যি। তবে ঠিক বাস্তবের কনসার্ট নয়, এফডিসির ৪ নাম্বার ফ্লোরে বিশাল আয়োজনে গত ১১ ও ১২ এপ্রিল চিত্রায়িত হলো ‘আজব কারখানা’ চলচ্চিত্রের এ কনসার্ট আয়োজন।
আর এ চলচ্চিত্রটিতে ‘রক স্টার’ চরিত্রে অভিনয় করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত। কনসার্টের চিত্রায়ণে তিনি ছাড়াও অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এতে দেখা যায়, ‘ক্র্যাক প্লাটুন’ ব্যান্ডের সদস্যদের সঙ্গে কালো পোশাকে, গিটার কাঁধে এর ভোকাল পরমব্রত গাইছেন। উপচেপড়া দর্শক-শ্রোতা, ভক্তরাও মুহুর্মূহু করতালি ও নাচে ফেটে পড়ছে। কনসার্টের মধ্যেই ঘটছে সিনেমেটিক নানা ঘটনা।
এদিকে ‘রকস্টার’ চরিত্রে নিজের অভিনয় প্রসঙ্গে পরমব্রতও দারুণ উচ্ছ্বসিত। নিজের চরিত্রটি সম্পর্কে বলতে গিয়ে দুই বাংলার রকগান নিয়েও নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন পরম।
তিনি বলেন, ‘রকস্টার’ বলতে আমরা এক রকম চেহারা ভাবি। তবে রকস্টারের সংজ্ঞাটা কিন্তু জায়গা বিশেষ বদলায়। সময়ের সঙ্গে বদলায়। সে যা ইচ্ছা তাই করতে পারে। সেটা কিন্ত বাংলাদেশে পশ্চিম বাংলা থেকে চিরকালই বেশি ছিল।
প্রসঙ্গত, গত ১৫ মার্চ থেকে বিভিন্ন ধাপে চলছে ‘আজব কারখানা’ নির্মাণ। ময়মনসিংহ, কেন্দুয়া, সিলেট ও রাজধানীর বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হচ্ছে চলচ্চিত্রটি। এটির প্রযোজনা করছেন নির্মাতা ও গণমাধ্যমব্যক্তিত্ব সামিয়া জামান।