পয়লা বৈশাখেও লাইট ক্যামেরা অ্যাকশনে ঐশী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:১৯ পিএম, ১৫ এপ্রিল ২০১৯ সোমবার
পিরোজপুরের নাজিরপুরের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী। বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন নিয়ে আসেন ঢাকায়। কিন্তু না হয়ে অংশ নেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ প্রতিযোগিতায়। সেখানে অংশ নিয়ে জয় করেন শ্রেষ্ঠত্বের খেতাব। এরপর নিজের মেধা আর যোগ্যতার প্রমাণ দিয়ে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে ছিলেন সেরা ত্রিশ-এ। এরপর মাত্র ছয় মাসে বদলে যায় ঐশীর জীবন। চেনা জগৎ ছেড়ে ব্যস্ত হয়ে পড়েছেন লাইট, ক্যামেরা আর অ্যাকশন দুনিয়ায়। বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওর পর সম্প্রতি যুক্ত হয়েছেন মিশন এক্সট্রিম নামের নতুন সিনেমায়। আর প্রথম ছবিতেই নায়ক হিসেবে পেয়েছেন জনপ্রিয় নায়ক আরেফিন শুভকে।
পুলিশ অ্যাকশন থ্রিলার গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। এটি যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ এবং সানী সানোয়ার। গেল ২০ মার্চ এ সিনেমার শুটিং শুরু হলেও ঐশী ক্যামেরার সামনে দাঁড়ান ২১ মার্চ। প্রথমবার সিনেমার শুটিংয়ে অংশ নেয়া প্রসঙ্গে ঐশী বলেন, প্রথমদিন শুটিংয়ের আগে মেকআপ নেয়ার সময় অনেক এক্সাইটেড ছিলাম। তারপর ক্যামেরার সামনে গিয়েই নার্ভাসও হই। ক্যামেরার অ্যাঙ্গেল বুঝে উঠতে কষ্ট হচ্ছিল। এক্সপ্রেশন কতটুকু কীভাবে দিতে হবে, তাও বুঝেতে পারছিলাম না। সিনেমার পুরো টিম আমাকে ভীষণ সাপোর্ট দিচ্ছেন। যেহেতু আমি নতুন, তাই তারা হাতেকলমে আমাকে বুঝিয়ে দিচ্ছেন। আরেফিন শুভও কাজের ক্ষেত্রে বেশ সাহায্য করছে। যখন ভালো করি তখন সবাই উৎসাহ দিচ্ছেন।
তিনি আরো বলেন, প্রথমদিন সবাই মনে করেছিল আমাকে অনেকগুলো টেক নিতে হবে। হয়তো আমি বুঝবো না! কিন্তু মোটেও এমন হয়নি। প্রথমদিনের পারফর্মেন্সে সবাই খুশি হয়েছিল। এখন পর্যন্ত টিমের সবাই বলছে ভালো করছি। আমি নিজেও চেষ্টা করে যাচ্ছি।
এই সিনেমায় নিজের চরিত্র সম্পর্কে ঐশী জানান, একজন আত্মনির্ভর ও কর্মজীবী মেয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। তার চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং এবং শক্তিশালী। এখন পর্যন্ত উত্তরা ও সাভারের বিভিন্ন লোকেশনে শুটিংয়ে অংশ নেন বলেও জানান এই সুন্দরী।
পয়লা বৈশাখের দিনেও শুটিংয়ে ব্যস্ত রয়েছেন ঐশী। বছরের শুরুর দিনটিতেও লাইট, ক্যামেরা আর অ্যাকশনেই কাটবে। তারকা হওয়ার আগে কেমন কাটতো তার পহেলা বৈশাখ? সে বিষয়ে ঐশী বলেন, মেলার ভিড় আমার ভালো লাগতো না, তাই মেলায় কম যাওয়া হতো। যতবারই সেজেগুজে গিয়েছি ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে। ভিড়ের মাঝে শাড়ি সামলাবো না নাকি নিজেকে সামলাবো! এই ব্যাপারটি বেশ ঝামেলা হতো। সেজেগুজে পান্তা-ইলিশ খাওয়াটাই আমার কাছে পহেলা বৈশাখের মূল উৎসব ছিল। এ জন্য কয়কেদনি আগে থেকেই আগ্রহ নিয়ে অপেক্ষা করতাম।
এদিকে, বাংলা নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউবে প্রকাশ পেয়েছে কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজার দোতারা শিরোনামের গান। শ্রাবন সাব্বিরের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন বিবেক মুজমদার। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তানিম আহমেদ অংশু। এই গানের ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে সিয়াম আহমেদ ও ঐশীকে। গানটিতে ঐশীর অনবদ্য উপস্থিতি দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে।